সেন্টার ফর রেলওয়ে ইনফরমেশন সিস্টেমস (CRIS)-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের এই সংস্থায় দেশের বিভিন্ন শহরে কর্মীদের নিয়োগ করা হবে। এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের কলকাতাও। এবার এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।
পদের নাম:
জুনিয়র ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (Junior Electrical Engineer) ও এক্সিকিউটিভ (Executive) পদে নিয়োগ করা হচ্ছে।
মোট শূন্যপদের সংখ্যা:
মোট ২৪ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হচ্ছে।
জুনিয়র ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে ৪ জন, জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার পদে ১ জন, এক্সিকিউটিভ (পার্সোনেল/অ্যাডমিনিস্ট্রেশন/এইচআরডি) পদে ৯ জন, এক্সিকিউটিভ (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)পদে ৮ জন, এক্সিকিউটিভ (প্রকিওরমেন্ট) পদে ২ জনকে নিয়োগ করা হচ্ছে।
নিয়োগস্থল:
তেলঙ্গানার সেকেন্দারাবাদ, তামিলনাড়ুর চেন্নাই, মহারাষ্ট্রের মুম্বই, পশ্চিমবঙ্গের কলকাতা ও দিল্লিতে নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
জুনিয়র ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা করতে হবে প্রার্থীকে। এছাড়া জুনিয়র সিভিল ইঞ্জিনিয়ার পদে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা, এক্সিকিউটিভ(পার্সোনেল/অ্যাডমিনিস্ট্রেশন/এইচআরডি) ও এক্সিকিউটিভ (ফিন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস)পদে আবেদনের জন্য আবেদনকারীদের স্নাতক, এমবিএ, স্নাতকোত্তর ডিপ্লোমা করতে হবে। এক্সিকিউটিভ (প্রকিওরমেন্ট) পদে আবেদনের জন্য ডিপ্লোমা ও এমবিএ করতে হবে প্রার্থীদের।
বয়সসীমা:
CRIS-র বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ২২ বছর থেকে ২৮ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে সংরক্ষণ পাবেন।
নির্বাচন পদ্ধতি:
কম্পিউটার বেসড টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
বেতন:
প্রতি মাসে মিলবে ৩৫,৪০০ টাকা করে
কবে থেকে শুরু হবে আবেদন:
২১ নভেম্বর থেকে শুরু হবে আবেদন।
আবেদনের শেষ তারিখ:
২০ ডিসেম্বর অবধি করা যাবে আবেদন।