নয়া দিল্লি: বিশেষভাবে সক্ষমদের জন্য উদ্ভাবনী পদক্ষেপ করল বিশ্বের অন্যতম সেরা তথ্য প্রযুক্তি সংস্থা মাইক্রোসফট্। সম্প্রতি এনাবেল ইন্ডিয়ার সঙ্গে যৌথভাবে বিশেষবভাবে সক্ষমদের জন্য ১ লক্ষ জনকে প্রশিক্ষণ, দক্ষতা বৃদ্ধি কর্মসংস্থানের কথা ঘোষণা করেছে এই সংস্থা। দুই সংস্থার তরফে এই কর্মসূচিকে ‘ইনক্লুশন অব অ্যাকশন’ নাম দেওয়া হয়েছে। বিশেষভাবে সক্ষমদের সাহায্য করার জন্য আর্থিক, উৎপাদনকারী, রিটেল, আইটি সহ বিভিন্ন ক্ষেত্রের ১০০টি সংস্থার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি, প্রশিক্ষণ, ইন্টার্নশিপ এমনকী কর্মসংস্থানের সুযোগও দেওয়া হবে।
এনাবেল ইন্ডিয়া ও মাইক্রোসফটের মধ্যেই সই হওয়া মউ চুক্তি অনুযায়ী নিয়োগকারী ও চাকরিপ্রার্থীদের সুযোগ তৈরি করা হবে। সংস্থার তরফে প্রকাশিত প্রেস বিবৃতি থেকে জানা গিয়েছে, “প্রযুক্তিগত দক্ষতাবৃদ্ধি এবং ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে সংস্থাগুলির রণকৌশল গত বদলের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষভাবে সক্ষমদের মাধ্যমে এই কাজ করলে বিভিন্ন প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে সেই শ্রেণির মানুষদের সমস্যাগুলি বোঝা যাবে এবং তা সমাধানের বন্দোবস্তও করা যাবে। এছাড়াও বিশেষভাবে সক্ষমদের বিভিন্ন অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে শিক্ষিত করে তোলা সম্ভব হবে এবং কর্মস্থানের নিয়মনীতি তাদের বোঝানো সম্ভব হবে।”
এনাবেল ইন্ডিয়ার সহ-প্রতিষ্ঠাতা দীপেশ সুতারিয়া বলেন, “যে যুগে ৮৫ শতাংশ চাকরি নেটওয়ার্কিংয়ের দ্বারা পরিপূর্ণ সেখানে বিশেষভাবে সক্ষমদের জন্য সুযোগ তৈরি করা অত্যন্ত প্রয়োজনীয়।” অন্যদিকে মাইক্রোশসফট ইন্ডিয়ার প্রেসিডেন্ট অনন্ত মাহেশ্বীর বলেন, “এনাবেল ইন্ডিয়া ও মাইক্রোসফটের মধ্যে এই অনন্য চুক্তি ভীষণভাবে গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে আমরা প্রতিভাবান বিশেষভাবে সক্ষমদের নানাভাবে সাহায্য করা সম্ভব হবে।”