NASA Recruitment : হাতের মুঠোয় মহাকাশ! নাসায় কোটি টাকার চাকরির সুযোগ, এখনি করুন আবেদন
NASA Recruitment : নাসায় চাকরির বড় সুযোগ। প্রায় বার্ষিক কোটি টাকার বেতনের চাকরিতে চলছে নিয়োগ।
অনেকেই ছেলেবেলায় আকাশের তারা গুনতে গুনতে ঘুমিয়ে পড়ত। কালপুরুষ, সপ্তর্ষিমন্ডল, ধ্রুবতারার অবস্থান মাপতে মাপতে মহাকাশের প্রতি আকর্ষণ অনেকেরই জন্মে যায়। স্বপ্ন বুনতে শুরু করেন কোনও মহাকাশ গবেষণা সংস্থায় কাজ করার। সেই মতো জীবনে এগিয়ে যাওয়ার প্রস্তুতিতে শান দেওয়া শুরু হয়। এই পথে এগোনোর স্বপ্ন দেখেছেন যেসব চাকরি প্রার্থীরা তাঁদের জন্য বড় সুযোগ। দ্য আমেরিকান ন্যাশনাল এরোনটিক্স অ্যান্ড স্পেস এজেন্সি (The American National Aeronautics and Spcae Agency or NASA) তে চাকরির সুবর্ণ সুযোগ। বর্তমানে নাসাতে এক্সপেরিমেন্টাল ফেসিলিটি ডেভেলপমেন্ট বিভাগে এরোস্পেস টেকনোলজিস্টের পদে চলছে নিয়োগ। এই চাকরিতে ওয়ার্ক ফ্রম হোমের কোনও সুবিধা নেই। নির্বাচিত প্রার্থীকে আমেরিকার ওহিয়োর ক্লেভেল্যান্ডে স্থানান্তরিত হতে হবে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা :
আবেদনকারীকে একটি কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক হতে হবে। সেই কলেজ ও বিশ্ববিদ্যালয়ে কমপক্ষে একটি ABET স্বীকৃতিপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম থাকতে হবে।
বা ভৌত বিজ্ঞান, অঙ্ক, জীবন বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স বা ভৌত বিজ্ঞানের অন্যান্য ক্ষেত্রে স্নাতক হতে হবে।
আমেরিকার বাইরে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করা প্রার্থীদের ইঞ্জিনিয়ারিং ডিগ্রি মিউচিয়াল রেকগনিশন এগ্রিমেন্ট (MRA) কর্তৃক স্বীকৃত হতে হবে। এছাড়াও কোনও নির্মাণ প্রজেক্টে টেকনিক্যাল বিশেষজ্ঞ হিসেবে কাজ করার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদনের শেষ তারিখ :
১৬ জুন ২০২২ অবধি করা যাবে আবেদন।
শূন্যপদ :
১ টি পদে নিয়োগ করা হবে
বেতন :
বছরে ৯০ লক্ষ ৫২ হাজার ১৯৪ টাকা থেকে ১ কোটি ১৭ লক্ষ ৬৬ হাজার ১৭১ টাকা (১১৬,৩৬৭ ডলার থেকে- ১৫১,২৭৬ ডলার)
কীভাবে করবেন আবেদন?
NASA-র সরকারি ওয়েবসাইটে যান। এখানে ক্লিক করুন
‘About’ সেকশনে ক্লিক করুন এবং ‘Careers@NASA’ অপশনে যান।
উপরের ডানদিকে ‘Search all jobs’ এ ক্লিক করুন এবং AST, Experimental Facility Development এর জন্য খুঁজুন।
বা এখানে ক্লিক করে আবেদন করুন ।