কলকাতা: রাজ্যে যারা চাকরি খুঁজছেন, তাদের জন্য দারুণ খবর। রাজ্যে ন্যাশনাল আর্বান হেলথ মিশনে চলছে কর্মী নিয়োগ। কেন্দ্রীয় সংস্থার তরফে জানানো হয়েছে, ফার্মাসিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে কর্মী নিয়োগ শুরু হয়ে গিয়েছে। আগামী ৩১ জানুয়ারি অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে।
ন্যাশনাল আর্বান হেলথ মিশনের তরফে জানানো হয়েছে, ফার্মাসিস্ট পদে কর্মী নিয়োগ করা হবে। অফলাইনে এই শূন্যপদে আবেদন জানাতে হবে।
ন্যাশনাল আর্বান হেলথ মিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ফার্মাসিস্ট পদে মাত্র একটি শূন্যপদ রয়েছে।
ন্যাশনাল আর্বান হেলথ মিশনের অধীনে ফার্মাসিস্ট পদে যাদের নিয়োগ করা হবে, তাদের কলকাতাতেই কর্মস্থল হবে।
যারা এই শূন্যপদে আবেদন করবেন, তাদের অবশ্যই সরকার স্বীকৃত কোনও মে়ডিক্যাল প্রতিষ্ঠান থেকে বি.ফার্ম, ডি.ফার্ম, এম.ফার্মের ডিগ্রি থাকতে হবে।
গত ২০ জানুয়ারি থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৩১ জানুয়ারি অবধি এই শূন্যপদে আবেদন করা যাবে।
আবেদনকারীর বয়স ৪০ বছরের নীচে হতে হবে।
মেরিট লিস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
এই শূন্যপদে যাকে নিয়োগ করা হবে, তাকে মাসিক ২২ হাজার টাকা বেতন দেওয়া হবে।
প্রথমে ন্যাশনাল আর্বান হেলথ মিশনের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
এরপরে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ক্লিক করতে হবে।
এবার আবেদনপত্র ডাউনলোড করুন।
প্রয়োজনীয় নথি সহ ফর্মটি উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।
ঠিকানাটি হল-
চিফ মিউনিসিপাল হেলথ অফিসার/সেক্রেটারি, কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি, এস.এন ব্যানার্জী রোড, কলকাতা- ৭০০০১৩।