BECIL Recruitment: কেন্দ্রীয় সংস্থায় একাধিক পদে কর্মী নিয়োগ, মাস গেলে মিলবে মোটা টাকার বেতন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 27, 2023 | 8:15 AM

BECIL Recruitment: BECIL-র তরফে একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। মাস গেলে মিলবে মোট টাকার বেতন।

BECIL Recruitment: কেন্দ্রীয় সংস্থায় একাধিক পদে কর্মী নিয়োগ, মাস গেলে মিলবে মোটা টাকার বেতন
প্রতীকী ছবি

Follow Us

একাধিক সংস্থার চাকরি ছাঁটাইয়ের মাঝেই চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এবার কলকাতাতেই মিলবে কেন্দ্রীয় সরকারের হয়ে কাজের সুযোগ। ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের (Broadcasting Engineering Consultants India Limited) তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সম্বন্ধে জেনে নিন-

নিয়োগকারী সংস্থার নাম:

ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডের (Broadcasting Engineering Consultants India Limited)

পদের নাম:

অফিস অ্য়াসিসট্যান্ট, জুনিয়র টেকনিক্যাল অফিসার পদে নিয়োগ করা হচ্ছে।

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ৮ টি পদে নিয়োগ করা হবে। ২ টি পদে জুনিয়র টেকনিক্যাল অফিসার, ৫ টি অফিস অ্যাসিসট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে।

নিয়োগস্থল:

পশ্চিমবঙ্গের কলকাতার জন্য নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা:

নিম্নোক্ত পদগুলিতে আবেদনের জন্য বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে BUMS, স্নাতক, স্নাতকোত্তর ডিগ্রি ও এম.এসসি করতে হবে।

বেতন:

জুনিয়র টেকনিক্যাল অফিসার পদে মাসিক বেতন ৩৫ হাজার টাকা।

অফিস অ্যাসিসট্যান্ট পদে মাসিক বেতন ২৫ হাজার টাকা।

এবং স্পিচ ও শ্যালো থেরাপিস্ট পদে মাসিক বেতন ৬০ হাজার টাকা।

আবেদন মূল্য :

জেনারেল, ওবিসি, প্রাক্তন কর্মী, মহিলা প্রার্থীদের আবেদনমূল্য বাবদ দিতে হবে ৮৮৫ টাকা।

সেখানে SC/ST/EWS/PH প্রার্থীদের দিতে হবে ৫৩১ টাকা করে।

নির্বাচন পদ্ধতি:

লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থী বেছে নেওয়া হবে।

আবেদনের শেষ তারিখ:

৯ ফেব্রুয়ারি অবধি করা যাবে আবেদন।

এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন

স্পিচ ও শ্যালো থেরাপিস্ট পদে নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন

Next Article