NEET UG Counselling 2023: নিট ইউজি ২০২৩-এর কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন শুরু, এভাবে আবেদন করুন

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 20, 2023 | 12:29 AM

NEET UG Counselling 2023: ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট – স্নাতক ২০২৩ (NEET UG 2023)-এর কাউন্সিলিং রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। আজ, ২০ জুলাই থেকে মেডিক্যাল কাউন্সিলিং কমিটি (MCC) দ্বারা কাউন্সিলিং শুরু হচ্ছে।

NEET UG Counselling 2023: নিট ইউজি ২০২৩-এর কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন শুরু, এভাবে আবেদন করুন
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: ন্যাশনাল এলিজিবিলিটি-কাম-এন্ট্রান্স টেস্ট – স্নাতক ২০২৩ (NEET UG 2023)-এর কাউন্সিলিং রেজিস্ট্রেশন শুরু হচ্ছে। আজ, ২০ জুলাই থেকে মেডিক্যাল কাউন্সিলিং কমিটি (MCC) দ্বারা কাউন্সিলিং শুরু হচ্ছে। কাউন্সলিংয়ে যোগ দিতে, NEET UG 2023 পরীক্ষায় পাশ প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট mcc.nic.in-এর মাধ্যমে আবেদন করতে পারেন।

NEET UG কাউন্সেলিং 2023 রাউন্ড ১-এর জন্য আবেদনের শেষ তারিখ হল ২৫ জুলাই। প্রার্থীরা আবেদনপত্রে তাঁদের পছন্দের মেডিক্যাল কলেজ এবং কোর্সগুলি পূরণ করতে পারেন এবং ২২ জুলাই থেকে ২৬ জুলাই পর্যন্ত তাদের আসন স্থির করতে পারেন।

প্রথম রাউন্ডের আসন বণ্টনের ফলাফল ২৯ জুলাই ঘোষণা করা হবে। আবেদনের জন্য প্রার্থীদের NEET UG স্কোর কার্ড, দশম এবং দ্বাদশের মার্কশিট, বর্ণ শংসাপত্র এবং আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে। আসন বণ্টনের ফলাফল ঘোষণার পর প্রার্থীদের ৩১ জুলাই থেকে ৪ অগাস্টের মধ্যে বরাদ্দকৃত কলেজে রিপোর্ট করতে হবে।

NEET UG 2023 পছন্দের কলেজ কীভাবে আবেদন করবেন?

১) MCC ওয়েবসাইট mcc.nic.in-এ লগ ইন করুন।
২) এখন প্রয়োজনীয় তথ্য দিয়ে সাইন আপ করুন।
৩) মেডিক্যাল কলেজ, আসন এবং কোর্সের তালিকা পর্যালোচনা করুন।
৪) আপনার পছন্দের কলেজটি চিহ্নিত করুন এবং ফি জমা দিন।

কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ডের জন্য আবেদন ৯ অগাস্ট থেকে ১৪ অগাস্ট পর্যন্ত শুরু হবে। প্রার্থীরা ১৫ অগাস্ট পর্যন্ত পছন্দের কলেজের জন্য আবেদন করতে পারবেন। কাউন্সেলিংয়ের দ্বিতীয় রাউন্ডের ফলাফল ১৮ অগাস্ট প্রকাশিত হবে।

উল্লেখ্য, NEET UG 2023 পরীক্ষা ৭ মে, ২০২৩ তারিখে সারা দেশে অনুষ্ঠিত হয়েছিল। ৪ হাজারের বেশি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া ৬ মার্চ থেকে ৬ এপ্রিল, ২০২৩ পর্যন্ত চলে। ১৩ জুন ফলাফল ঘোষণা করা হয়। কাউন্সেলিং প্রক্রিয়া সম্পর্কিত আরও তথ্যের জন্য প্রার্থীরা MCC-এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচী দেখতে পারেন।

Next Article