নয়া দিল্লি: স্নাতক পাশ করার পর হন্যে হয়ে চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। নর্থান কোলফিল্ডস লিমিটেডের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। স্নাতক ও ডিপ্লোমাপ্রাপ্তরা এই শূন্যপদে আবেদন করতে পারবেন। অ্যাপ্রেন্টিস ট্রেনি পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। আগ্রহী আবেদনকারীরা এনসিএলের অফিসিয়াল ওয়েবসাইট www.nclcil.in-এ গিয়ে আবেদন করতে পারবেন।
নর্থান কোলফিল্ডস লিমিটেডের তরফে জানানো হয়েছে, আগামী ২০ জুলাই থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ৩ অগস্ট। মোট ৭০০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।
ব্যাচেলর অব কম্পিউটার অ্যাপ্লিকেশন- ২৫টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ব্যাচেলর ইলেকট্রনিক্স অ্যান্ড টেলেকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- ১৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ব্যাচেলর অব ফার্মেসি- ২০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ব্যাচেলর অব কমার্স- ৩০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ব্যাচেলর অব সায়েন্স- ৪৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ব্যাচেলর অব ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং- ৭২টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ব্যাচেলর অব মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- ৯১টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ব্যাচেলর অব মাইনি ইঞ্জিনিয়ারিং- ৮৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ব্যাচেলর অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং- ২টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলেকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং- ১৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ডিপ্লোমা ইন ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং- ৯০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং- ১০৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।
ডিপ্লোমা ইন মাইনিং ইঞ্জিনিয়ারিং- ১১৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।
এই শূন্যপদে যারা আবেদন করতে চান, তাদের বয়স ১৮ বছর থেকে ২৬ বছরের মধ্যে হতে হবে।
আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে বিই, বি.টেক বা ডিপ্লোমা প্রাপ্ত হতে হবে।