নয়া দিল্লি: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) ন্যাশনাল টেস্টিং এজেন্সির নিট (NET) পরীক্ষা হবে চলতি বছরের ডিসেম্বরে। ইতিমধ্যে এই পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু করেছে। আবেদন প্রক্রিয়া ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং চলবে আগামী ২৮ অক্টোবর, বিকেল ৫টা পর্যন্ত। পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৯ অক্টোবর। প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট ugcnet.nta.ac.in এবং nta.ac.in-এ অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে, NET পরীক্ষার আবেদনের শেষ তারিখ ২৮ অক্টোবর হলেও আপডেট বা সংশোধন করার জন্য ৩০ ও ৩১ অক্টোবর, দু-দিন সময় দেওয়া হচ্ছে। নভেম্বরের শেষ সপ্তাহে পরীক্ষার কেন্দ্র ঘোষণা করা হবে। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। NTA দ্বারা ৬ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। পরে ফলাফলের তারিখ ঘোষণা করা হবে।
কীভাবে আবেদন করবেন?
১) NTA UGC NET ugcnet.nta.ac.in-এর অফিসিয়াল ওয়েবসাইট দেখুন।
২) হোম পেজে দেওয়া UGC NET ডিসেম্বর 2023 রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন।
৩) প্রয়োজনীয় বিবরণ সহ ফর্মটি পূরণ করুন।
৪) আবেদন ফি প্রদান করুন।
৫) এবার চেক করুন এবং জমা দিন।
আবেদন ফি
সাধারণ ক্যাটেগরির প্রার্থীদের জন্য আবেদন ফি ১১৫০ টাকা। সাধারণ EWS এবং OBC-NCL-এর জন্য আবেদন ফি হল ৬০০ টাকা এবং SC, ST এবং PWD-এর জন্য ৩২৫ টাকা।
NTA সারা ভারত জুড়ে বিশ্ববিদ্যালয় এবং কলেজগুলির জন্য সহকারী অধ্যাপক ও জুনিয়ার রিসার্চ ফেলোশিপের জন্য NET পরীক্ষা নেয়। প্রতি বছর জুন ও ডিসেম্বর মাসে দু-বার পরীক্ষা নেওয়া হয়। আরও তথ্যের জন্য প্রার্থীরা NTA-র অফিসিয়াল ওয়েবসাইটে জারি করা বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।