গোরক্ষপুর: অ্যাপ্রেন্টিস হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে উত্তর-পূর্ব রেল। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট ১৯৬১ অনুযায়ী এই নিয়োগ করা হবে। উত্তর-পূর্ব রেলের বিভিন্ন পদে মোট ১১০৪ জনকে নিয়োগ করা হবে বলে জানা গিয়েছে। নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা এবং আবেদনের পদ্ধতির বিষয়ে বিস্তারিত উল্লেখিত হয়েছে।
উত্তর-পূর্ব রেলের অধীনে থাকা বিভিন্ন ওয়ার্কশপ এবং লোকো শেডে এই অ্যাপ্রেন্টিসদের নিয়োগ করা হবে। এর মধ্যে গোরক্ষপুর মেকানিক্যাল ওয়ার্কশপে ৪১১টি শূন্যপদ রয়েছে। গোরক্ষপুর ক্যান্টনমেন্টের সিগন্যাল এবং ব্রিজ ওয়ার্কশপে যথাক্রমে ৬৩ এবং ৩৫ জনকে নিয়োগ করা হবে। ইজ্জতনগর ডিজেল শেড, ক্যারেজ অ্যান্ড ওয়াগনে নিয়োগ করা হবে ১৫১ এবং ৬০ জনকে। লখনউ ক্যারেজ অ্যান্ড ওয়াগনে ১৫৫ জনকে নিয়োগ করা হবে। গোন্ডা ডিজেল শেডে শূন্যপদ রয়েছে ৯০টি। বারাণসী ক্যারেজ অ্যান্ড ওয়াগনে ৭৫ জনকে নেওয়া হবে। এই সব শূন্যপদের মধ্যে কোন পদে কত শূন্যপদ রয়েছে তা বিস্তারিত রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে।
এই পদের জন্য আবেদন করতে হবে অনলাইনে। সাধারণ ক্যাটিগরির পরীক্ষার্থীদের ১০০টা ফি দিতে হবে। সংরক্ষিত ক্যাটিগরির পরীক্ষার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না। ২৫ নভেম্বর থেকে এই পদের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন চলবে ২৪ ডিসেম্বর পর্যন্ত। এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি।