ONGC recruitment 2022: ONGC-তে লোক নেওয়া হবে, বেতন লক্ষাধিক টাকা

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Sep 21, 2022 | 1:10 AM

১৩ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, ৩ অক্টোবর অবধি আবেদন করা যাবে। সাধারণ, ওবিসি প্রার্থীদের ৩০০ টাকা আবেদন ফি দিতে হবে।

ONGC recruitment 2022: ONGC-তে লোক নেওয়া হবে, বেতন লক্ষাধিক টাকা
ছবি: ফাইল চিত্র

Follow Us

কেন্দ্রীয় সরকারে অধীনস্থ সংস্থা অয়েল অ্যান্ড ন্যাচরাল গ্যাস কর্পোরেশনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অ্যাসিস্ট্যান্ট লিগাল অ্যাডভাইজার পদে কর্মী নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। ক্ল্যাট ২০২২ পরীক্ষা অনুযায়ী নিয়োগ করা হবে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, সব মিলিয়ে ১৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। এই পদে আবেদনের জন্য ইচ্ছুক চাকরিপ্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের জন্য ওএনজিসির ওয়েবসাইট https://ongcindia.com/ থেকে আবেদন করা যাবে। ১৩ সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, ৩ অক্টোবর অবধি আবেদন করা যাবে। সাধারণ, ওবিসি প্রার্থীদের ৩০০ টাকা আবেদন ফি দিতে হবে। সংরক্ষিতদের কোনও আবেদন ফি লাগবে না। অন্যান্য বিস্তারিত তথ্য এক নজরে দেখে নেওয়া যাক…

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীকে ৬০ শতাংশ নম্বর সহ এলএলবি পরীক্ষায় পাশ হতে হবে। এর পাশাপাশি আইনজীবী হিসেবে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনকারীকে ক্ল্যাট ২০২২ পরীক্ষা বসে থাকতে হবে। এই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হবে। এরপর ইন্টারভিউ নেওয়া হবে।

বয়স

সাধারণ প্রার্থীদের বেলায় এই পদে আবেদনের জন্য ৩০ বছর বয়স হতে হবে। সংরক্ষিতরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।

বেতন

প্রতিমাসে ৬০,০০০-১,৮০,০০ টাকা বেতন মিলবে। বেসিক স্যালারির ওপর ৩৫ শতাংশ বাড়তি টাকা মিলবে।

* বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এই লিঙ্কে ক্লিক করুন

Next Article