যে কোনও চাকরির পরীক্ষার ক্ষেত্রেই অঙ্ক ও ইংরেজি- এই দুটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। টেট পরীক্ষাও তার ব্যতিক্রম নয়। প্রাথমিক স্তর থেকে এই দুই বিষয়ের পাঠ দিতে হয়। তাই নিয়োগের পরীক্ষাতেও গুরুত্ব পাবে সেগুলি। দুটি বিষয়ে ৩০ করে নম্বর থাকবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে মডেল প্রশ্নপত্র ও প্রকাশ করা হয়েছে ইতিমধ্যেই। কীভাবে নম্বর বিভাজ হবে, তা উল্লেখ করা হয়েছে।
১. সিলেবাসের বাইরে থেকে দুটি ইংরেজি গদ্য দেওয়া থাকবে প্রশ্নপত্রে। সেখান থেকেই ব্যাকরণ ও অন্যান্য বিষয়ের প্রশ্ন আসবে।
২. দ্বিতীয়ভাগে থাকবে বিভিন্ন বিষয়ের প্রশ্ন।
— ভাষা শেখানোর শিক্ষাপদ্ধতি।
— ভাষার ওপর দখল।
— ইংরেজি শোনা ও বলার দক্ষতা কতটা জরুরি।
— ব্যাকরণ নিয়ে জ্ঞান লেখার ক্ষেত্রে কতটা প্রয়োগ করা যায়।
— ভাষা সম্পর্কে পড়ানোর ক্ষেত্রে ক্লাসরুমে কী কী সমস্যা হতে পারে, কী কী ভুল হয়।
— ভুল ঠিক করতে গেলে কী করতে হবে।
অনেক পড়ুয়াই অঙ্ক ভয় পায়। তাই ছোট থেকে এই বিষয়ে তাদের ভিত মজবুত করতে পারেন শিক্ষক-শিক্ষিকারাই। টেট পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ হল এই বিষয়। মোট ৩০ নম্বরের প্রশ্ন থাকবে।
১. প্রথম ১৫ টি প্রশ্ন যে যে বিষয়ের ওপর থাকবে সেগুলি হল- জ্যামিতি, যোগ, বিয়োগ, গুন, ভাগ, সময়ের অঙ্ক, টাকার অঙ্ক ইত্য়াদি।
২. বাকি ১৫ টি প্রশ্ন যার ওপর থাকবে, তা হল-
a. অঙ্ক শিক্ষার পদ্ধতি
b. প্রাথমিক স্তরে অঙ্ক শেখা কেন জরুরি
c. কী কী ভাবে সহজে অঙ্ক শেখাতে পারেন শিক্ষক-শিক্ষিকারা