নয়া দিল্লি : দেশের সবথেকে বড় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ায় (SBI) চাকরির সুযোগ পেতে চান অনেকেই। এবার সেই ব্যাঙ্কে শুরু হল নিয়োগ। সার্কেল বেসড অফিসার বা সিবিও পোস্টের জন্য এই নিয়োগ শুরু হয়েছে। sbi.co.in এই ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত সব তথ্য পাওয়া যাবে। ১৪২২ টি শূন্যপদে হবে নিয়োগ। আগামী ৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
৭ নভেম্বরের মধ্যে আবেদন করতে হবে। নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যেই কল লেটার দেওয়া হবে অনলাইনে। ডাউনলোড করে নিতে হবে সেটা। ৪ ডিসেম্বর পরীক্ষার দিন ধার্য করা হয়েছে।
ভোপাল- ১৭৫, ভবনেশ্বর- ১৭৫, হায়দরাবাদ- ১৭৫, জয়পুর- ২০০, কলকাতা-১৭৫, মহারাষ্ট্র- ২০০, উত্তর-পূর্ব-৩০০।
ব্যাকলগ ভ্যাকান্সি (বাকি থাকা শূন্যপদ)
ভোপাল- ৮, হায়দরাবাদ- ১, জয়পুর- ৮, মহারাষ্ট্র- ১২।
যোগ্যতা- যে কোনও বিষয়ে অনুমোদন প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে। মেডিক্যাল, ইঞ্জিনিয়ারিং, কস্ট অ্যাকাউন্ট্যান্ট, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টের ডিগ্রি থাকলে সুযোগ দেওয়া হবে।
আবেদন ফি- জেনারেল, ওবিসিদের ক্ষেত্রে ৭৫০ টাকা ও এসসি, এসটি-দের কোনও টাকা দিতে হবে না।
বেতন- বেতন শুরু হবে ৩৬ হাজার টাকা থেকে। ধাপে ধাপে বেতন বাড়বে। এছাড়া নিয়ম অনুযায়ী মিলবে ডিএ, এইআরএ, সিসিএ, মেডিক্যাল ভাতা।
এসবিআই-এর ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার অপশনে যেতে হবে। সেখানেই সমস্ত তথ্য পাওয়া যাবে। সেই অনুযায়ী আবেদন করতে হবে।