Primary TET: TET-এ কেমন প্রশ্ন আসতে পারে ‘বাংলা’য়? কী কী জেনে রাখা জরুরি?

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 30, 2022 | 7:32 AM

Primary TET: প্রাথমিকে নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ে নম্বর ভাগ করা থাকবে। তার মধ্যে ৩০ নম্বর থাকবে প্রথম ভাষায়।

Primary TET: TET-এ কেমন প্রশ্ন আসতে পারে বাংলায়? কী কী জেনে রাখা জরুরি?
টেট পরীক্ষা (ফাইল ছবি)

Follow Us

যে কোনও বিষয়ে শিক্ষকতা করতে গেলে ভাষার ওপর দখল থাকা অত্যন্ত  প্রয়োজনীয়। যেহেতু রাজ্য সরকারের অধীন বেশিরভাগ স্কুলেই বাংলা মাধ্যমে পড়াশোনা করতে হয়, তাই বাংলা বিষয়ের ওপর দখল কতটা, তা গুরুত্ব দিয়ে দেখা হয় নিয়োগের পরীক্ষায়। আসন্ন টেট পরীক্ষাতেও বাংলাকে গুরুত্ব দেওয়া হয়েছে। ৩০ নম্বর থাকছে ওই বিষয়ে। তবে ‘ল্যাঙ্গোয়েজ-১’ বা প্রথম ভাষা নামে বলে ওই পেপারে যদিও শুধু বাংলা নয়, ভাষা হিসেবে বেছে নেওয়া যেতে পারে হিন্দি, ওড়িয়া, তেলেগু, নেপালি, সাঁওতালি বা উর্দু।

দুটি ভাগে আসবে এই বিষয়ের প্রশ্নপত্র

১.প্রথম ভাগে দুটি ‘আনসিন প্যাসেজ’ থাকবে অর্থাৎ সিলেবাসের বাইরের একটি গদ্য ও একটি পদ্য তুলে দেওয়া হবে। গদ্যের বিষয় হতে পারে সাহিত্য বা বিজ্ঞান। পরে গদ্য থেকে ৯ টি প্রশ্ন দেওয়া থাকবে আর পদ্য থেকে থাকবে ৬ টি প্রশ্ন। প্রশ্নের মাধ্যমে পরীক্ষার্থীর ব্যাকরণের জ্ঞান যাচাই করা হবে।

২. দ্বিতীয় ভাগে শিশু মনস্তত্ত্বও ভাষা বিকাশের ওপর দখল দেখা হবে। সেখানে যে বিষয়ে গুরুত্ব দেওয়া হবে, সেগুলি হল-

– ভাষার ওপর দখল।
– ভাষা নিয়ে পড়ানোর দক্ষতা।
– ভাষা শোনা ও বলার দক্ষতা কতটা জরুরি, কীভাবে সেটাতে দক্ষ হবে পড়ুয়ারা।
– ব্যাকরণ নিয়ে জ্ঞান। বলা বা লেখার ক্ষেত্রে সেই জ্ঞান কতটা প্রয়োগ করা যায়।
– ভাষা সম্পর্কে পড়ানোর ক্ষেত্রে ক্লাসরুমে কী কী সমস্যা হতে পারে, কী কী ভুল হয়।
– যে ক্লাসে বিভিন্ন ভাষাভাষির পড়ুয়া রয়েছে, সেখানে প্রথম ভাষা কীভাবে শেখানো সম্ভব।
– লেসন প্ল্যান বা পাঠদানের পরিকল্পনা।
– ভুল ঠিক করার যোগ্যতা, পরীক্ষা নেওয়ার পদ্ধতি।

এই বিষয়ে একটি নমুনা প্রশ্নপত্রও প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। 

Next Article