রিসার্চ অ্য়াসোসিয়েট পদে কর্মী নিয়োগ করছে কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (Indian Statistical Institute Kolkata)। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠান। আগ্রহী প্রার্থীদের ৩১ মে-র মধ্য়ে করতে হবে আবেদন।
নিয়োগকারী সংস্থা:
কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (Indian Statistical Institute Kolkata)
পদের নাম:
রিসার্চ অ্য়াসোসিয়েট (Research Associate)
শূন্যপদের সংখ্যা:
৩ টি
নিয়োগস্থল:
পশ্চিমবঙ্গের কলকাতা
শিক্ষাগত যোগ্যতা:
ISI কলকাতার তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট পদে আবেদনের জন্য কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করতে হবে।
বয়সসীমা:
এই পদে আবেদন করার জন্য আগ্রহী প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
আবেদনমূল্য:
কোনো ফি দিতে হবে না প্রার্থীদের
নির্বাচন পদ্ধতি:
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে
আবেদন পদ্ধতি:
নির্দিষ্ট ফরম্যাটে আগ্রহী প্রার্থীদের ইমেলে আবেদনপত্র পাঠাতে হবে।
ইমেল আইডি:
headsqc@isical.ac.in
বেতন:
মাসিক বেতন ৪৭ হাজার টাকা থেকে ৫৪ হাজার টাকা
আবেদনের শেষ তারিখ:
৩১ মে অবধি করা যাবে আবেদন
এই নিয়োগের বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন