নয়া দিল্লি: ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন দেখেন যারা, তাদের জন্য দারুণ খবর। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, স্পেশালিস্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট pnbindia.in- এ গিয়ে আবেদন করতে পারেন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, স্পেশালিস্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ১০২৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
অফিসার-ক্রেডিট- মোট ১০০০ শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ম্যানেজার ফরেক্স- মোট ১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ম্যানেজার- সাইবার সিকিউরিটি- মোট ৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
সিনিয়র ম্যানেজার-সাইবার সিকিউরিটি- ৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
৭ ফেব্রুয়ারি থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারি।
অনলাইনে লিখিত পরীক্ষা ও তারপরে পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। দুই ঘণ্টা পরীক্ষার সময়। ব্যক্তিগত ইন্টারভিউ ৫০ নম্বরের হবে।
এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের ১০০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। এরসঙ্গে ১৮ শতাংশ জিএসটিও যোগ হবে। অর্থাৎ ১১৮০ টাকা ফি বাবদ জমা দিতে হবে।
তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের মাত্র ৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। ১৮ শতাংশ জিএসটি মিলিয়ে ৫৯ টাকা জমা দিকে হবে।
অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে এই আবেদন ফি জমা দিতে হবে।