NEET UG 2024 পরীক্ষার রেজিস্ট্রেশন কবে শুরু হবে?

Sukla Bhattacharjee |

Feb 05, 2024 | 8:31 AM

NEET 2024 পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে, মোট ৭২০ নম্বর। এর মধ্যে ১৮০টি প্রশ্ন হবে MCQ ফরম্যাটে। পদার্থবিদ্যা এবং রসায়ন বিভাগে প্রতিটিতে ৪৫টি প্রশ্ন থাকবে, যেখানে জীববিজ্ঞান (প্রাণিবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা সম্মিলিত) ৯০টি প্রশ্ন থাকবে। এই পরীক্ষায় পাশ করলে রাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং হবে।

NEET UG 2024 পরীক্ষার রেজিস্ট্রেশন কবে শুরু হবে?
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট – স্নাতক 2024 (NEET UG 2024) পরীক্ষার তারিখ ইতিমধ্যেই ঘোষণা করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। আগামী ৫ মে সারা দেশে NEET UG 2024 পরীক্ষা হবে। পরীক্ষার রেজিস্ট্রেশন প্রক্রিয়া কখন শুরু হবে এবং কীভাবে রেজিস্ট্রেশন করবেন তা জেনে নিন।

মিডিয়া রিপোর্ট অনুসারে, NEET UG 2024-এর পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন এই সপ্তাহ থেকে শুরু হতে পারে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি এখনও কোনও তারিখ জারি করেনি। শীঘ্রই বিস্তারিত বিজ্ঞপ্তি জারি করা হবে এবং আবেদন প্রক্রিয়া শুরু হবে। এই পরীক্ষার মাধ্যমে এমবিবিএস, বিডিএস-সহ অন্যান্য মেডিক্যাল কোর্সে ভর্তির সুযোগ রয়েছে।

রেজিস্ট্রেশনের সময়সূচীর সঙ্গে পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাসও প্রকাশ করা হবে। পরীক্ষার প্যাটার্ন এবং সিলেবাস একই থাকবে বলে আশা করা হচ্ছে। কোনৈ পরিবর্তন হলে, তার তথ্য আগাম প্রকাশ করা হবে। আবেদন অনলাইন মোডে করতে হবে এবং আবেদন ফিও অনলাইনে জমা দিতে হবে।

NEET UG 2024-এর জন্য কীভাবে রেজিস্ট্রেশন করবেন?

১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট neet.nta.nic.in-এ যান।
২) এবার NEET UG 2024 রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক করুন।
৩) ব্যক্তিগত বিবরণ জমা দিয়ে রেজিস্ট্রেশন করুন।
৪) এবার আবেদনপত্র পূরণ করুন এবং ফি জমা দিন।

রেজিস্ট্রেশন করার সময়, প্রার্থীদের ছবি, স্বাক্ষর, শিক্ষাগত নথি, আইডি প্রমাণের স্ক্যান কপি আপলোড করতে হবে। সমস্ত নথিও নির্ধারিত ফরম্যাটে আপলোড করতে হবে।

NEET UG 2024 পরীক্ষা ইংরেজি, হিন্দি, অসমীয়া, বাংলা, গুজরাটি, কন্নড়, মালয়ালাম, মারাঠি, ওড়িয়া, পঞ্জাবি, তামিল, তেলেগু এবং উর্দু সহ ১৩টি বিভিন্ন ভাষায় হবে।

পরীক্ষার প্যাটার্ন

NEET 2024 পরীক্ষায় ২০০টি প্রশ্ন থাকবে, মোট ৭২০ নম্বর। এর মধ্যে ১৮০টি প্রশ্ন হবে MCQ ফরম্যাটে। পদার্থবিদ্যা এবং রসায়ন বিভাগে প্রতিটিতে ৪৫টি প্রশ্ন থাকবে, যেখানে জীববিজ্ঞান (প্রাণিবিদ্যা এবং উদ্ভিদবিদ্যা সম্মিলিত) ৯০টি প্রশ্ন থাকবে। এই পরীক্ষায় পাশ করলে রাঙ্ক অনুযায়ী কাউন্সিলিং হবে।

Next Article