নয়া দিল্লি: ব্যাঙ্কে চাকরি করতে চান? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। ইউনিয়ন ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ইউনিয়ন ব্যাঙ্কে স্পেশালিস্ট অফিসার পদে কর্মী নিয়োগ করা হবে। ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া। আবেদন পাঠানোর শেষ তারিখ ২৩ ফেব্রুয়ারি। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ইউনিয়ন ব্য়াঙ্ক অব ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট www.unionbankofindia.co.in- এ গিয়ে আবেদন করতে পারেন।
ইউনিয়ন ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে, স্পেশালিস্ট অফিসার পদে নিয়োগ করা হবে। মোট ৬০৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। নিয়োগের জন্য অনলাইন পরীক্ষা আগামী মার্চ বা এপ্রিল মাসে হতে পারে।
নির্বাচন প্রক্রিয়া-
অনলাইন পরীক্ষা, গ্রুপ ডিসকাশন, অ্যাপ্লিকেশন, পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হবে।
এই শূন্যপদে আবেদন করার জন্য জেনারেল, ওবিসি ও আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণিকে ৮৫০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে আবেদন ফি ১৭৫ টাকা ধার্য করা হয়েছে।