নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য় দারুণ খবর। ভারতীয় রেলওয়ে চাকরির দারুণ সুযোগ। সাড়ে পাঁচ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের ঘোষণা করা হয়েছে। সম্প্রতিই রেলে দেড় লক্ষ কর্মী নিয়োগ করা হয়েছিল। এবার রেল অ্যাসিস্টেন্ট লোকো পাইলট নিয়োগের ঘোষণা করা হল। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, রেলওয়ে নেটওয়ার্ক বৃদ্ধি করা হচ্ছে, তাই বিপুল সংখ্য়ক কর্মী নিয়োগ করা হবে।
ভারতীয় রেলওয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে ৫৬৯৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অ্যাসিস্টেন্ট লোকো পাইলট পদে কর্মী নিয়োগ করা হবে। ২০ জানুয়ারি থেকে এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৯ ফেব্রুয়ারি।
সিবিটি প্রথম দফার পরীক্ষা হবে জুন ও অগস্ট মাসে। দ্বিতীয় দফায় সিবিটি নিয়োগ পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে। আবেদনকারীদের অ্যাপ্টিটিউড পরীক্ষাও দিতে হবে। আগামী নভেম্বর মাসে এই পরীক্ষার দিন ধার্য করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের তালিকা নভেম্বর বা ডিসেম্বর মাসে প্রকাশিত হবে।
এই শূন্যপদে আবেদন করার জন্য আবেদনকারীদের ন্যূনতম মাধ্য়মিক পাশ হতে হবে। এছাড়া তাদের আইটিআই ডিগ্রি থাকতে হবে।
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে সর্বাধিক ৩০ বছর অবধি ধার্য করা হয়েছে।