NTPC Recruitment: কেন্দ্রীয় সরকারের সংস্থায় চাকরির সুযোগ, জলদি করুন আবেদন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

May 25, 2023 | 8:00 AM

NTPC Recruitment: এনটিপিসিতে অ্য়াসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে। ২ জুন অবধি করা যাবে আবেদন। অনলাইন ওয়েবসাইটে গিয়ে করতে হবে আবেদন।

NTPC Recruitment: কেন্দ্রীয় সরকারের সংস্থায় চাকরির সুযোগ, জলদি করুন আবেদন
ফাইল চিত্র

Follow Us

কেন্দ্রীয় সরকারে চাকরির সুযোগ। দেশের সবথেকে বড় ইন্টিগ্রেটেড শক্তি সংস্থা ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (National Thermal Power Corporation Limited) অ্য়াসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করছে। এই মর্মে সংস্থার তরফে বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২ জুন অবধি আবেদন করতে পারেন। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন এই প্রতিবেদন থেকে-

নিয়োগকারী সংস্থা:

ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন লিমিটেড (National Thermal Power Corporation Limited)

পদের নাম:

অ্য়াসিসট্যান্ট ম্যানেজার (অপারেশন/মেইন্টেনেন্স)

শূন্যপদের সংখ্যা:

৩০০ টি

এর মধ্য়ে ১২০ টি শূন্যপদে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে।

আর ১২০ টি পদে মেকানিক্যাল ডিপার্টমেন্টে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে।

আর ৬০ টি পদে ইলেকট্রনিক্স/ ইনস্ট্রুমেন্টেশন বিভাগে অ্যাসিসট্যান্ট ম্যানেজার পদে নিয়োগ করা হচ্ছে।

বয়সসীমা:

আগ্রহী প্রার্থীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। আর সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন।

বেতন:

মাসিক ৬০ হাজার থেকে ১ লক্ষ ৮০ হাজার টাকা বেতন পাবেন প্রার্থীরা

আবেদন পদ্ধতি:

অনলাইনেই করতে হবে আবেদন। এর জন্য careers.ntpc.co.in– এ যেতে হবে।

আবেদনের শেষ তারিখ:

২ জুন

বিজ্ঞপ্তিতে দেখতে ক্লিক করুন

Next Article