Darjeeling CMOH Recruitment: ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই, বেতন মাসিক ৬০ হাজার টাকা

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Feb 07, 2023 | 8:15 AM

Darjeeling CMOH Recruitment: দার্জিলিং সিএমওএইচের তরফে নিয়োগ করা হচ্ছে। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ।

Darjeeling CMOH Recruitment: ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই, বেতন মাসিক ৬০ হাজার টাকা
প্রতীকী ছবি

Follow Us

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। রাজ্যে একাধিক পদে নিয়োগ করা হচ্ছে। দার্জিলিং CMOH-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জেনে নিন:

নিয়োগকারী সংস্থা:

চিফ মেডিক্যাল অফিসার অব হেলথ দার্জিলিংয়ের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম:

মেডিক্যাল অফিসার, স্টাফ নার্স ও অন্যান্য ভিন্ন পদে করা হচ্ছে নিয়োগ।

শূন্যপদের সংখ্যা:

১২৯ টি পদে নিয়োগ করা হচ্ছে।

নিয়োগস্থল:

পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা:

CMOH দার্জিলিংয়ের সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য প্রার্থীদের B.Sc, ANM, GNM, DNB, MBBS, স্নাতকোত্তর ডিগ্রি করতে হবে প্রার্থীদের।

বয়সসীমা:

এই উক্ত পদগুলিতে আবেদনের জন্য মোটামুটিভাবে প্রার্থীদের বয়স ২১ থেকে ৬২ বছরের মধ্যে হতে হবে। বাকি ভিন্ন ভিন্ন পদের জন্য আলাদা আলাদা বয়সসীমা ধার্য করা হয়েছে। বিজ্ঞপ্তিতে গিয়ে বিস্তারিত দেখে নিতে পারেন প্রার্থীরা।

বেতন:

এই পদগুলির জন্য মোটামুটি প্রতি মাসে বেতন ৩ হাজার থেকে ৬০ হাজারের মধ্যে রয়েছে।

নির্বাচন পদ্ধতি:

ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা:

Office of the Chief Medical Officer of Health, Darjeeling-& District Health & – ‘ Family Welfare Samiti, Siliguri Mahakuma Parishad Building (2nd Floor), Hakimpara, Landmark-Near Bhutia Market, Siliguri-734001

ইন্টারভিউয়ের দিন:

২৩ ও ২৪ ফেব্রুয়ারি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে হবে আগ্রহী প্রার্থীদের।

বিস্তারিত জানতে ক্লিক করুন 

Next Article