বেসরকারি চাকরিতে কোনও কোনও ক্ষেত্রে বেতন বেশি হলেও সরকারি চাকরি সবসময়েই অগ্রাধিকার পায় চাকরি প্রার্থীদের কাছে। এবার সেই সরকারি চাকরির সুযোগ আনল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও। ১০০০-এর বেশি শূন্যপদে নিয়োগ হবে বলে জানা গিয়েছে। সংস্থার ওয়েবসাইট drdo.gov.in-তে গিয়ে আবেদন করতে পারবেন প্রার্থীরা। আগামী ৭ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
৭ নভেম্বর থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ৭ ডিসেম্বর বিকেল ৫ টার মধ্যে সেই প্রক্রিয়া শেষ হয়ে যাবে। পরীক্ষার দিনক্ষণ ওয়েবসাইটেই ঘোষণা করা হবে। মোট শূন্যপদের সংখ্যা ১০৬১।
জুনিয়র ট্রান্সফার অফিসার- যে কোনও বিষয়ে মাস্টার ডিগ্রি থাকতে হবে। ইলেকটিভ বিষয় হিসেবে হিন্দি বা ইংরেজি থাকা জরুরি। অথবা হিন্দি বা ইংরেজি মূল বিষয় নিয়ে স্নাতক উত্তীর্ণ হতে হবে আবেদনকারীকে। হিন্দি বা ইংরেজি থেকে অনুবাদের ক্ষেত্রে ডিপ্লোমা কোর্স করা থাকবে ভাল হয়। অনুবাদের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
স্টেনোগ্রাফার– যে কোনও বিষয়ে অনুমোদন প্রাপ্ত কোনও কলেজ থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। জানতে হবে ইংরেজিতে টাইপিং।
১. ডিআরডিও ওয়েবসাইট drdo.gov.in-এ লগ ইন করতে হবে।
২. হোম পেজে গিয়ে DRDO CEPTAM অপশন ক্লিক করতে হবে।
৩. আবেদনের ফর্ম পূরণ করতে হবে।
৪. ফর্ম সাবমিট করে প্রিন্ট আউট বের করতে হবে।
৫. ১০০ টাকা লাগবে আবেদন মূল্য হিসেবে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং বা ইউপিআই-এর মাধ্যমে টাকা দিতে হবে।