নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। আবারও কেন্দ্রীয় সরকারে তৈরি হল কর্মসংস্থানের সুযোগ। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল। লেকচারার, ইঞ্জিনিয়ার, অ্যাসিস্টেন্ট ডিরেক্টর, কেমিস্ট সহ একাধিক পদে নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা অনলাইনে ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in-এ লগ ইন করে আবেদন জানাতে পারেন। আবেদন জানানোর শেষ তারিখ ১ ডিসেম্বর।
ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনে মোট ১৬০টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
সিনিয়র এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার- ৭টি শূন্যপদে নিয়োগ করা হবে।
এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার- ১টি শূন্যপদে নিয়োগ করা হবে।
অ্যাসিস্টেন্ট ডিরেক্টর- মোট ১৩টি শূন্যপদে নিয়োগ করা হবে।
অ্যাসিস্টেন্ট কেমিস্ট- ১টি শূন্যপদে নিয়োগ করা হবে।
অ্যাসিস্টেন্ট হাইড্রোজিওলজিস্ট- মোট ৭০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
জুনিয়র টাইম স্কেল- মোট ২৯টি শূন্যপদে নিয়োগ করা হবে।
অ্যাসিস্টেন্ট কেমিস্ট- ৬টি শূন্যপদে নিয়োগ করা হবে।
অ্যাসিস্টেন্ট জিওলজিস্ট- ৭টি শূন্যপদে নিয়োগ করা হবে।
অ্যাসিস্টেন্ট জিওফিজিসিস্ট- ১টি শূন্যপদে নিয়োগ করা হবে।
অ্যাসিস্টেন্ট কেমিস্ট- ১৪টি শূন্যপদে নিয়োগ করা হবে।
লেকচারার- মোট ৯টি শূন্যপদে নিয়োগ করা হবে।
আবেদনকারীদের নগদ বা অনলাইনে স্টেট ব্যাঙ্কিং অব ইন্ডিয়ার নেটব্যাঙ্কিং পরিষেবায় ২৫ টাকা জমা দিতে হবে। এছাড়া ভিসা, মাস্টার কার্ড ও ডেবিট কার্ডের মাধ্যমেও আবেদন ফি জমা দেওয়া যাবে। তবে জনজাতি-উপজাতি, বিশেষ চাহিদাসম্পন্ন ও মহিলা আবেদনকারীদের কোনও ফি দিতে হবে না।