স্কুল, কলেজে পড়ার সময় থেকেই সবাই নিজেদের পছন্দের ক্ষেত্র বেছে নেন। কেউ ডাক্তার হতে চান তো কেউ আবার ইঞ্জিনিয়ার। কেউ আবার স্বপ্ন দেখেন ভবিষ্যত প্রজন্মকে তৈরি করবেন। কলেজে অধ্যাপনা করবেন। এবার অধ্যাপনার স্বপ্ন দেখা চাকরি প্রার্থীদের হাতছানি দিচ্ছে রাজধানীর বুকের কলেজের চাকরি। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।
মোট শূন্যপদ :
১০৪ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে।
বাণিজ্যিক বিভাগ : ১২ টি পদ রয়েছে। এর মধ্যে জেনারেল ক্যাটেগরির জন্য ৫ টি, তফসিলি জাতির জন্য় ২ টি, তফসিলি উপজাতির জন্য ১ টি, ওবিসি প্রার্থীর জন্য ৩ টি ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীর জন্য ১ টি পদ রয়েছে।
কম্পিউটার সায়েন্স : ৪ টি পদ রয়েছে। জেনারেল ক্যাটেগরির জন্য ১ টি, ওবিসি প্রার্থীর জন্য ২ টি পদ ও দৈহিক প্রতিবন্ধী প্রার্থীর জন্য রয়েছে ১ টি পদ।
অর্থনীতি বিভাগে : ১০ টি শূন্যপদে নিয়োগ করা হবে। এর মধ্যে জেনারেল ক্যাটেগরির জন্য ৩ টি, তফসিলি জাতির জন্য় ২ টি, ওবিসি প্রার্থীর জন্য ৩ টি ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীর জন্য ১ টি পদ রয়েছে। দৈহিক প্রতিবন্ধীর জন্য রয়েছে ১ টি পদ।
ইংরেজি : ১৩ টি পদে নিয়োগ করা হবে। এর মধ্যে জেনারেল ক্যাটেগরির জন্য ৫ টি, তফসিলি জাতির জন্য় ২ টি, তফসিলি উপজাতির জন্য ১ টি, ওবিসি প্রার্থীর জন্য ৩ টি ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীর জন্য ১ টি পদ রয়েছে। দৈহিক প্রতিবন্ধীর জন্য রয়েছে ১ টি পদ।
হিন্দি : ৮ টি শূন্যপদ রয়েছে। এর মধ্যে জেনারেল ক্যাটেগরির জন্য ৩ টি, তফসিলি জাতির জন্য় ১ টি, তফসিলি উপজাতির জন্য ২ টি, ওবিসি প্রার্থীর জন্য ১ টি ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীর জন্য ১ টি পদ রয়েছে।
ইতিহাস : ২ টি শূন্যপদে নিয়োগ করা হবে। তফসালি জাতির জন্য রয়েছে ১ টি পদ, এবং তফসালি উপজাতির জন্য ১ টি পদ।
হোম সায়েন্স : ১১ টি (জেনারেল ক্যাটাগরি-৩ টি, তফসিলি জাতি- ২ টি, ওবিসি- ৪ টি, আর্থিকভাবে অনগ্রসর – ২ টি)
মিউজিক : জেনারেল ক্যাটাগরির প্রার্থীর জন্য ১ টি পদ রয়েছে।
দর্শন : ৮ টি
শারীরবিদ্যা : ১ টি
রাষ্ট্রবিজ্ঞান : ৫ টি
পঞ্জাবি : ১ টি
মনোবিদ্যা : ১১ টি
সংস্কৃত : ৪ টি
সমাজবিদ্যা : ৯ টি
পরিবেশবিদ্যা : ৪ টি
পদের নাম :
অ্যাসিসটেন্ট প্রফেসার পদের জন্য এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে।
নিয়োগস্থল :
লক্ষ্মীবাই কলেজ
শিক্ষাগত যোগ্যতা :
কোনও স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অন্তত ৫৫ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি করতে হবে। এর পাশাপাশি ইউজিসি বা সিএসআইআর নেট পরীক্ষায় পাশ করতে হবে। বা বিশ্বের প্রথম ৫০০ টি বিশ্ববিদ্যালয়ের কোনও একটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করতে হবে।
বেতন :
সপ্তম বেতন কমিশন অনুযায়ী বেতন দেওয়া হবে।
আবেদন পদ্ধতি :
অনলাইনেই করা যাবে আবেদন। আবেদন করতে ক্লিক করুন-
আবেদন মূল্য :
৫০০ টাকা ফি দিতে হবে। মহিলা, তফসিলি ও দৈহিক প্রতিবন্ধীদের কোনও ফি দিতে হবে না।
আবেদনের শেষ তারিখ :
২১ জুন
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন