LIC Recruitment: LIC-তে মোট ১০৪৯ টি পদে করা হচ্ছে নিয়োগ, স্নাতক পাশেই করা যাবে আবেদন

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Jan 20, 2023 | 8:30 AM

LIC Recruitment: LIC-তে মোট ১০৪৯ টি পদে করা হচ্ছে নিয়োগ। ১০ ফেব্রুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন।

LIC Recruitment: LIC-তে মোট ১০৪৯ টি পদে করা হচ্ছে নিয়োগ, স্নাতক পাশেই করা যাবে আবেদন
ছবি সৌজন্যে: PTI

Follow Us

দেশের একাধিক রাজ্যে লাইফ ইনস্যুরেন্সের কর্পোরেশনের তরফে কর্মী নিয়োগ করা হচ্ছে। আগ্রহী প্রার্থীরা
তাড়াতাড়ি করতে পারেন আবেদন। এই মর্মে LIC-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগের সম্বন্ধে বিস্তারিত জেনে নিন।

নিয়োগকারী সংস্থার নাম:

লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অব ইন্ডিয়া (Life Insurance Corporation of India)

পদের নাম:

অ্যাপ্রেনটিস ডেভেলপমেন্ট অফিসার (Apprentice Development Officers)

মোট শূন্যপদের সংখ্যা:

মোট ১০৪৯ টি পদে নিয়োগ করা হচ্ছে।

নিয়োগস্থল:

শিলচর, জোরহাট, বনগাইগাঁও, অসমের গুয়াহাটি, পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি, আসানসোল, খড়গপুর, কলকাতা, বর্ধমান ও হাওড়াতে নিয়োগ করা হচ্ছে।

আসানসোলে ৫৩ টি পদে, বর্ধমানে ৬৫ টি পদে, হাওড়াতে ১১০ টি পদে, জলপাইগুড়ি ১২৪ টি পদে, খড়গপুরে ১০২ টি পদে নিয়োগ করা হচ্ছে।

শিক্ষাগত যোগ্যতা:

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃতপ্রাপ্ত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে আগ্রহী প্রার্থীদের স্নাতক পাশ করতে হবে।

বয়সসীমা:

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে। আর বয়সের হিসেব করা হবে ২০২৩ সালের ১ জানুয়ারি অনুযায়ী। তবে কেন্দ্রীয় সরকারের সংরক্ষণের নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের বয়সের ক্ষেত্রে ছাড় দেওয়া হবে।

আবেদনমূল্য:

SC ও ST প্রার্থী ছাড়া বাকি সব ক্যাটাগরির প্রার্থীদের আবেদনমূল্য বাবদ দিতে হবে
৭৫০ টাকা।
SC ও ST প্রার্থীদের আবেদনমূল্য বাবদ দিতে হবে ১০০ টাকা করে।

নির্বাচন পদ্ধতি :

প্রিলিমিনারি পরীক্ষা, মেইনস পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

আবেদন প্রক্রিয়া :

LIC-র ওয়েবসাইটে গিয়ে প্রার্থীদের এই শূন্যপদের জন্য আবেদন করতে হবে।

আবেদন শুরুর তারিখ:

২১ জানুয়ারি থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া

আবেদনের শেষ তারিখ:

১০ ফেব্রুয়ারি অবধি করা যাবে আবেদন।

টাকা জমা দেওয়ার শেষ তারিখ:

১০ ফেব্রুয়ারি

প্রিলিমিনারি পরীক্ষার দিন:

১২ মার্চ

মেইনস পরীক্ষার দিন:

৮ মার্চ

Next Article