Recruitment in Rail: বেতন মাসে ৭৫,০০০, একাধিক পদে চাকরির সুযোগ রেলে

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 12, 2023 | 7:46 AM

Recruitment in Rail: যাঁদের এই পদে বাছাই করা হবে, তাঁদের বেতন হবে মাসে ৭৫ হাজার টাকা। সরকারি আবাসন দেওয়া হবে অথবা বাড়ি ভাড়ার খরচ দেওয়া হবে।

Recruitment in Rail: বেতন মাসে ৭৫,০০০, একাধিক পদে চাকরির সুযোগ রেলে
প্রতীকী ছবি

Follow Us

নয়া দিল্লি: ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে ভারতীয় রেল। ইতিমধ্যেই রেলের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নর্দার্ন রেলের সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট আটটি শূন্যপদ রয়েছে। কনট্রাক্ট মেডিক্যাল প্র্যাকটিশনার পদে চলছে এই নিয়োগ।

এই পদে নিয়োগের জন্য এমবিবিএস ডিগ্রি থাকা জরুরি। ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিলের অধীন যে কোনও কলেজ থেকে ডিগ্রি পেতে হবে চাকরি প্রার্থী। বয়স হতে হবে ৫৩ বছরের কম। সংরক্ষিত শ্রেনির জন্য ছাড় রয়েছে ৫ বছর পর্যন্ত। তবে এই পদে আবেদন করতে গেলে পর্যাপ্ত অভিজ্ঞতা থাকা প্রয়োজন।

যাঁদের এই পদে বাছাই করা হবে, তাঁদের বেতন হবে মাসে ৭৫ হাজার টাকা। সরকারি আবাসন দেওয়া হবে অথবা বাড়ি ভাড়ার খরচ দেওয়া হবে।

তবে চাকরিটা হবে চুক্তিভিত্তিক। ১২ বছর পর্যন্ত বাড়ানো যাবে মেয়াদ। একবারে এক বছরের চুক্তি করা যাবে, তার বেশি নয়। যাঁরা এই চাকরি করতে ইচ্ছুক, তাঁরা সরাসরি ইন্টারভিউতে যোগ দিতে পারেন। আবেদন পত্র নিয়ে ইন্টারভিউতে যোগ দিতে হবে। নর্দার্ন রেলওয়ের অফিশিয়াল ওয়েবসাইট থেকে ফর্ম ডাউনলোড করা যাবে।

Next Article