নয়া দিল্লি: কেন্দ্রীয় সরকারে চাকরি করতে চান, তবে আপনার জন্য রয়েছে সুখবর। ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ডিআরডিও-র তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, বিজ্ঞানী ‘বি’ পদে কর্মী নিয়োগ করা হবে। ২০০-রও বেশি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে কর্মী নিয়োগ শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ৩১ অগস্ট।
ডিআরডিও-র তরফে জানানো হয়েছে, সায়েন্টিস্ট ‘বি’ পদে কর্মী নিয়োগ করা হবে। মোট ২০৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। অনলাইনে এই শূন্যপদে আবেদন করা যাবে। আগ্রহী আবেদনকারীরা ডিআরডিও-র অফিসিয়াল ওয়েবসাইট www.drdo.gov.in- এ গিয়ে আবেদন জানাতে পারেন।
এই শূন্যপদে আবেদনের ক্ষেত্রে অসংরক্ষিতদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩৫ বছর ধার্য করা হয়েছে। ওবিসিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৩৮ বছর এবং জনজাতি/উপজাতিদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর ধার্য করা হয়েছে।
আবেদন ফি-
এই শূন্যপদে আবেদনের জন্য আবেদনকারীদের ১০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলাদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।