করোনার জেরে কোপ পড়েছে চাকরির বাজারে। বিভিন্ন সংগঠিত ও অসংগঠিত কর্মস্থলে কর্মী ছাঁটাই করা হয়েছে। চাকরি হারিয়েছেন বহু কর্মী। এদিকে মূল্যবৃদ্ধির ফলে হেঁশেলে ধরেছে আগুন। এই পরিস্থিতিতে শূন্যপদের খোঁজে মুখিয়ে রয়েছেন অনেকে। এই আবহে রাজ্যে শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ডেটা এন্ট্রি পদে নিয়োগ হচ্ছে রাজ্যেই। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
পদের নাম :
ডেটা এন্ট্রি অপারেটর (Data Entry Operator)
নিয়োগস্থল :
পশ্চিম মেদিনীপুর
শূন্যপদ :
১ টি পদের জন্য নিয়োগ করা হবে। অসংরক্ষিত প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা :
এই পদে আবেদন করার জন্য আবেদনকারীকে যেকোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে। এর পাশাপাশি কম্পিউটারে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। সংশ্লিষ্ট দফতরে তিন বছরের কাজ করে থাকতে হবে। এছাড়াও এই চাকরির ক্ষেত্রে প্রার্থীকে সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে।
বয়সসীমা :
এই পদে আবেদনের জন্য আগ্রহী প্রার্থীর বয়স ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে হতে হবে।
বেতন :
প্রতি মাসে বেতন মিলবে ১৩ হাজার টাকা।
আবেদন পদ্ধতি :
আগ্রহী প্রার্থীদের অফলাইনে করতে হবে আবেদন। আবেদন পত্র ডাউনলোড করে তা পূরণ করে নির্দিষ্ট ঠিকানায় প্রয়োজনীয় নথিপত্র সহ তা পাঠিয়ে দিতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা :
Office of the Block Development Officer, Kharagpur-1 Dev. Block.
আবেদনের শেষ তারিখ :
২২ জুলাই অবধি করা যাবে আবেদন।
নিয়োগ পদ্ধতি :
লিখিত পরীক্ষা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
বিস্তারিত জানতে ক্লিক করুন
আবেদনপত্রের জন্য ক্লিক করুন