নয়া দিল্লি: চাকরিপ্রার্থীদের জন্য বিরাট খুশির খবর! দিল্লি পুলিশের কনস্টেবল পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন। যে কোনও ভারতীয় নাগরিক এই পদে আবেদন করতে পারেবন। সব মিলিয়ে মোট ১৮১১ টি শূন্যপদে নিয়োগ করা হবে বলেই জানা গিয়েছে। ২৯ জুলাই অবধি এই পদে আবেদন করা যাবে। আবদেন পদ্ধতি, শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য জেনে নিন।
কনস্টেবল ড্রাইভার পদে নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা: যে কোনও শাখায় উচ্চমাধ্যমিক পাশ হলে আবেদন করা যাবে। আবেদনকারীর ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক। এছাড়াও গাড়ি রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে।
বয়স: আবেদনকারীর বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন।
বেতন: এই পদে ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা বেতন মিলবে।
আবেদন ফি: এই পদে আবেদনের জন্য ১০০ টাকা আবেদন ফি লাগবে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও আবেদন ফি লাগবে না।
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করা যাবে। আবেদনের জন্য ssc.nic.in ওয়েবসাইটে যেতে হবে। আবেদনের জন্য বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
নিয়োগ পদ্ধতি: আবেদনকারীদের কম্পিউটার বেসড টেস্ট, মেডিক্যাল টেস্ট ও ড্রাইভিং টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।
বিস্তারিত জানতে ও বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।