সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অধিকাংশ মানুষই মুখিয়ে থাকেন। আপনিও কি সরকারি চাকরির অপেক্ষায় রয়েছেন! তাহলে এই নিয়োগ সংক্রান্ত তথ্য়ে মুখে হাসি ফুটবে আপনারও। কোনওরকম লিখিত পরীক্ষা ছাড়াই জেলা দফতরের গ্রুপ-ডি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নিন।
মোট শূন্যপদ :
মোট ৩ টি পদে নিয়োগ করা হচ্ছে।
পদের নাম :
অর্ডারলি
শূন্যপদ :
২ টি পদে নিয়োগ করা হবে। একটি অসংরক্ষিত প্রার্থীর জন্য। আরেকটি পদ তফসিলি জাতির জন্য।
পদের নাম :
নাইট গার্ড
শূন্যপদ :
১ টি পদের জন্যই নিয়োগ হচ্ছে
শিক্ষাগত যোগ্যতা :
এই দুটি পদের ক্ষেত্রেই একই শিক্ষাগত যোগ্য়তা লাগবে। অষ্টম শ্রেণি পাশ করলেই করা যাবে আবেদন। এর পাশাপাশি বাংলা ভাষা পড়তে, লিখতে ও বলতে পারা বাধ্যতামূলক।
বয়সসীমা :
২০২২ সালের ১ জানুয়ারির হিসেবে দুটি পদের ক্ষেত্রেই আবেদনকারীর বয়স ২১ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
বেতন :
মাসিক ৭ হাজার টাকা।
আবেদন পদ্ধতি :
এই পদের জন্য কোনও আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিন প্রয়োজনীয় নথিপত্র নিয়ে নির্দিষ্ট ঠিকানায় উপস্থিত থাকতে হবে।
আবেদন মূল্য :
উভয় পদের ক্ষেত্রে কোনও ফি লাগবে না।
নিয়োগ পদ্ধতি :
ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও সময় :
১৭ জুন, ২০২২ সকাল ১০ টা
ইন্টারভিউয়ের স্থান :
The Office Chamber of The Chairperson, District Level Selection Committee (DLSC) & The District Magistrate, Jalpaiguri Collectorate Building, Jalpaiguri
বিস্তারিত জানতে ক্লিক করুন