উৎসবের মরসুমে রাজ্যে চাকরির হাওয়া। রাজ্যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বীরভূমে মেডিক্যাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সিএমওএইচ বীরভূমের তরফে। এই নিয়োগ সংক্রান্ত তথ্য বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা :
চিফ মেডিক্যাল অফিসার অব হেলথ (Chief Medical Officer of Health Birbhum)
পদের নাম :
অপথ্যালমিক অ্য়াসিসট্যান্ট, মেডিক্যাল অফিসার জেনারেল ডিউটি
নিয়োগস্থল :
পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জন্য নিয়োগ করা হচ্ছে।
শূন্যপদ :
একাধিক বিভিন্ন পদের জন্য নিয়োগ করা হচ্ছে।
১ টি অপথ্যালমিক অ্য়াসিসট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে দ্বাদশ শ্রেণি পাস করতে হবে। এর পাশাপাশি প্যারামেডিক্যাল অপথ্যালমিক অ্য়াসিসট্যান্টে ডিপ্লোমা করতে হবে। এছাড়াও জেনারেল ডিউটির মেডিক্যাল অফিসার পদের জন্যও নিয়োগ করা হচ্ছে। তার জন্য প্রার্থীকে এমবিবিএস পাস করতে হবে।
বেতন :
মেডিক্যাল অফিসারের মাসিক বেতন ৬০ হাজার টাকা। আর অপথ্যালমিক অ্যাসিসট্যান্টের মাসিক বেতন ১৮ হাজার টাকা।
বয়সসীমা :
বিজ্ঞপ্তি অনুযায়ী, মেডিক্যাল অফিসারের জন্য প্রার্থীর সর্বোচ্চ বয়স হতে হবে ৬২ বছর। আর অপথ্যালমিক অ্যাসিসট্যান্ট পদে আবেদনের জন্য বয়স হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে।
আবেদন মূল্য :
সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদন মূল্য ১০০ টাকা। তফসিলি উপজাতি/ জনজাতি, ওবিসি ও বিশেষভাবে সক্ষম প্রার্থীদের আবেদন মূল্য দিতে হবে ৫০ টাকা। অনলাইনেই দিতে হবে এই টাকা।
নির্বাচন পদ্ধতি :
লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।
আবেদন করার শেষ দিন :
২৯ সেপ্টেম্বর অবধি করা যাবে আবেদন।
নিয়োগ সম্বন্ধে বিস্তারিত জানতে ক্লিক করুন
অফিসিয়াল ওয়েবসাইট : birbhum.gov.in