TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল
Dec 21, 2022 | 8:00 AM
এই পদে আবেদন করতে হলে ২০২২ সালের ১ ডিসেম্বর অনুযায়ী প্রার্থীদের বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের কোনও আবেদনমূল্য দিতে হবে না।
এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে প্রার্থীদের মার্কেটিংয়ে এমবিএ করতে হবে প্রার্থীদের। এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ৩২ বছরের মধ্যে।
প্রতীকী ছবি
প্রার্থীদের এই পদে আবেদনের জন্য কোনও স্বীকৃতপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে বি.ই. বা বি.টেক. করতে হবে। এছাড়া এমবিবিএস করতে হবে এবং জেনারেল সার্জারিতে স্নাতকোত্তর ডিগ্রি বা ডিএনবি করা থাকতে হবে ইচ্ছুক প্রার্থীদের।
অনলাইনেই করতে হবে আবেদন। তবে কোনও আবেদনমূল্য নেওয়া হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। ৩১ জানুয়ারি পর্যন্ত করা যাবে আবেদন। এই পদে মাসিক বেতন মিলবে ৮ হাজার টাকা থেকে ৯ হাজার টাকা।
কম্পিউটার ভিত্তিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। এই পদে নিয়োগের জন্য কোনওরকম ইন্টারভিউ দিতে হবে না প্রার্থীদের।