BECIL Recruitment: ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ কেন্দ্রীয় সংস্থায়, লাগবে না কোনও আবেদনমূল্য

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Dec 20, 2022 | 7:10 AM

BECIL Recruitment: BECIL এ জুনিয়র ল্যাব টেকনোলজিস্ট পদে করা হচ্ছে নিয়োগ। ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে।

1 / 5
ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে (Broadcast Engineering Consultants India Limited) নিয়োগ করা হচ্ছে। সংস্থার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস ইন্ডিয়া লিমিটেডে (Broadcast Engineering Consultants India Limited) নিয়োগ করা হচ্ছে। সংস্থার তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

2 / 5
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

3 / 5
এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্য়ে। আর আবেদন করতে কোনও টাকা দিতে হবে না প্রার্থীদের। একবার চাকরি পেলেই প্রতি মাসে বেতন মিলবে ৮০,৮০৩ টাকা।

এই পদে আবেদনের জন্য প্রার্থীদের বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্য়ে। আর আবেদন করতে কোনও টাকা দিতে হবে না প্রার্থীদের। একবার চাকরি পেলেই প্রতি মাসে বেতন মিলবে ৮০,৮০৩ টাকা।

4 / 5
Jr. Overman, T&S Gr-C ও Mining Sirdar T&S Gr-C পদে মাসে বেসিক পে ৩১,৮৫২.৫৬ টাকা। Surveyor, T&S Gr-B পদে মাসিক বেসিক পে ৩৪,৩৯১.৬৫ টাকা।

Jr. Overman, T&S Gr-C ও Mining Sirdar T&S Gr-C পদে মাসে বেসিক পে ৩১,৮৫২.৫৬ টাকা। Surveyor, T&S Gr-B পদে মাসিক বেসিক পে ৩৪,৩৯১.৬৫ টাকা।

5 / 5
BECIL Recruitment: ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ কেন্দ্রীয় সংস্থায়, লাগবে না কোনও আবেদনমূল্য

Next Photo Gallery