কেন্দ্রীয় সরকারের সংস্থায় একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। দশম শ্রেণি পাস করলেই বিভিন্ন একাধিক পদে করা যাবে আবেদন। এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থা :
মাজ়াগন ডক শিপবিল্ডার্স লিমিটেড (MDL)
পদের নাম :
ট্রেড অ্যাপ্রেনটিস (Trade Apprentice)
কর্মস্থল :
প্রার্থীদের মহারাষ্ট্রে গিয়ে কাজ করতে হবে।
শূন্যপদ :
মোট ৪৪৫ টি শূন্যপদের জন্য নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা :
গ্রুপ A কর্মীদের দশম পাস হলেই এই চাকরিতে আবেদন করা যাবে। গ্রুপ B কর্মীদের আইটিআই পাস করতে হবে। গ্রুপ সি কর্মীদের অষ্টম পাসেই মিলবে চাকরি।
বয়সসীমা :
গ্রুপ A এর জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৫ থেকে ১৯ বছরের মধ্যে। গ্রুপ B এর জন্য বয়স হবে ১৬ থেকে ২১ বছরের মধ্যে। এবং গ্রুপ C এর জন্য আবেদনকারীর বয়স হতে হবে ১৪ থেকে ১৮ বছরের মধ্যে।
আবেদন মূল্য :
জেনারেল/OBC/EWS/AFC ক্যাটেগরির প্রার্থীদের ১০০ টাকা করে আবেদন মূল্য দিতে হবে। SC/ST/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনও আবেদন ফি দিতে হবে না।
বেতন :
মাসে ২,৫০০ থেকে ৮,০৫০ টাকা
নির্বাচনের পদ্ধতি :
প্রথমে আবেদনপত্র যাচাই করা হবে। তারপর অনলাইন পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে।
আবদনের শেষ তারিখ :
২১ জুলাই অবধি করা যাবে আবেদন
এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন
এই পদে আবেদনের জন্য ক্লিক করুন