Govt Job: লিখিত পরীক্ষা ছাড়াই সরকারি চাকরির সুযোগ, বেতন হতে পারে ১.৪০ লক্ষ টাকা
RFCL Recruitment 2024: ইঞ্জিনিয়ার, মেডিক্যাল অফিসার সহ বিভিন্ন পদে লিখিত পরীক্ষা ছাড়াই কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে সরকারি চাকরির সুযোগ। বেতন হতে পারে লক্ষাধিক টাকা। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন। RFCL-এর অফিসিয়াল ওয়েবসাইট rfcl.co.in-এ গিয়ে আবেদন করতে হবে।
নয়া দিল্লি: B.Tech পাশ যুবকদের জন্য সরকারি চাকরির সুযোগ। ইঞ্জিনিয়ার, মেডিক্যাল অফিসার সহ বিভিন্ন পদে লিখিত পরীক্ষা ছাড়াই কেবল ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করবে রামাগুন্ডম ফার্টিলাইজারস অ্যান্ড কেমিক্যালস লিমিটেড (RFCL)। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ মার্চ, ২০২৪ পর্যন্ত আবেদন করতে পারবেন। RFCL-এর অফিসিয়াল ওয়েবসাইট rfcl.co.in-এ গিয়ে আবেদন করতে হবে।
RFCL ইঞ্জিনিয়ার, মেডিক্যাল অফিসার এবং কেমিক্যাল ল্যাব-সহ মোট ২৭টি পদে নিয়োগ করবে। প্রার্থীদের অনলাইনে আবেদন করার পর আবেদনপত্রের একটি কপি রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে বিজ্ঞপ্তিতে উল্লেখিত ঠিকানায় পাঠাতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
ইঞ্জিনিয়ার পদের জন্য প্রার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে B.Tech বা BE ডিগ্রি থাকতে হবে। সিনিয়ার কেমিস্ট পদের জন্য এমএসসি কেমিস্ট ডিগ্রি থাকতে হবে। মেডিক্যাল অফিসার পদের জন্য প্রার্থীদের এমবিবিএস ডিগ্রির সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে এমডি বা এমএস ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা
প্রার্থীদের সর্বোচ্চ বয়স 30 বছর হতে হবে। তবে এসসি, এসটি প্রার্থীদর জন্য বয়সে ছাড় রয়েছে।
আবেদন ফি
সাধারণ, ওবিসি এবং ইডব্লিউএস বিভাগের প্রার্থীদের ৭০০ টাকা আবেদন ফি দিতে হবে। আর SC এবং ST ক্যাটেগরিদের আবেদন ফিতে ছাড় দেওয়া হয়েছে। অর্থাৎ কোনও আবেদন ফি লাগবে না।
কীভাবে আবেদন করবেন?
১) প্রথমে সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট rfcl.co.in-এ যান। ২) এবার হোম পেজে দেওয়া কেরিয়ার ট্যাবে ক্লিক করুন। সেখানে বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করুন। ৩) এবার এখন আবেদন লিঙ্কে ক্লিক করুন এবং সেখানে নাম, জন্ম তারিখ দিয়ে রেজিস্টার্ড করুন। ৪) এবার আবেদনপত্রটি ডাউনলোড করে বিস্তারিত তথ্য দিন। ৫) আবেদনপত্রের সঙ্গে সমস্ত নথি আপলোড করুন এবং ফি জমা দিন। ৬) এবার আবেদনপত্রটি সাবমিট করুন এবং একটি প্রিন্ট নিয়ে নিন।
নির্বাচন প্রক্রিয়া কি?
RFCL-এ নিয়োগের জন্য প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না। ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত প্রার্থীকে ৪০,০০০– ১,৪০,০০০ টাকা বেতন দেওয়া হবে।