নয়া দিল্লি: যুবদের চাকরি দিতে গত দু-বছর ধরে রোজগার মেলার আয়োজন করছে নরেন্দ্র মোদী সরকার। এই মেলার মাধ্যমে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সরকারি ও সরকার অধীনস্থা সংস্থা এবং দফতরে হাজার-হাজার ছেলে-মেয়েকে চাকরি দিচ্ছে। লোকসভা নির্বাচনের আগে ১০ লক্ষ যুবর কর্মসংস্থান করার লক্ষ্য নিয়েছে মোদী সরকার। এবার আগামী ১২ ফেব্রুয়ারি, যুব দিবসে দেশের বিভিন্ন স্থানে রোজগার মেলা হবে। মোট ৪৬টি স্থানে রোজগার মেলা অনুষ্ঠিত হবে। লোকসভা নির্বাচনের আগে দ্বিতীয় দফার মোদী সরকারের এটাই হবে শেষ কর্মসংস্থান মেলা।
এবারে দেশের বিভিন্ন স্থানে রোজগার মেলায় কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বলা যায়, এক-একটি জায়গায় মেলার দায়িত্ব এক-এক মন্ত্রীকে দেওয়া হবে। জানা গিয়েছে, পঞ্চকুলায় আয়োজিত মেলায় উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর, সোনিপতে দায়িত্ব দেওয়া হয়েছে ভূপেন্দ্র যাদবকে। রাঁচিতে উপস্থিত থাকবেন অর্জুন মুন্ডা এবং লক্ষ্ণৌতে থাকবেন স্মৃতি ইরানি। এছাড়াও অন্যান্য স্থানে কেন্দ্রীয় মন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। রোজগার মেলার মাধ্যমে নির্বাচিত যুবদের ভার্চুয়ালি নিয়োগপত্র বিতরণ করবেন প্রধানমন্ত্রী মোদী।
তরুণদের উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি নির্বাচিত যুবদের নিয়োগপত্র বিতরণ করবেন এবং তিনি যুবদের উদ্দেশে ভার্চুয়ালি ভাষণ দেবেন।
প্রসঙ্গত, ২০২২ সালের ২২ অক্টোবর কেন্দ্রীয় সরকার প্রথম কর্মসংস্থান মেলার আয়োজন করেছিল। ২০২৩ সালের নভেম্বরে দেশের মোট ৩৮টি জায়গায় রোজগার মেলার আয়োজন করা হয়েছিল। এর মাধ্যমে যুবদের রেল বিভাগ, ডাক বিভাগ সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে চাকরি দেওয়া হয়। বাছাই করা যুবদের প্রথমে প্রশিক্ষণ দেওয়া হবে। তারপর তাদের বিভিন্ন দফতরে নিয়োগ করা হয়।