Indian Rail Recruitment: ৫,৬৯৬ লোকো পাইলট নেবে ভারতীয় রেল, এ রাজ্যেও প্রচুর শূন্যপদ

Jan 21, 2024 | 9:30 AM

রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব মিলিয়ে মোট ৫ হাজার ৬৯৬ জনকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে নিয়োগ করা হবে। এর মধ্যে পূর্ব রেলের কলকাতা ডিভিশনে নেওয়া হবে ২৫৪ জনকে এবং মালদা ডিভিশনে নেওয়া হবে ১৬১ জনকে। দক্ষিণ-পূর্ব রেলের কলকাতা ডিভিশনে নেওয়া হবে ৯১ জনকে।

Indian Rail Recruitment: ৫,৬৯৬ লোকো পাইলট নেবে ভারতীয় রেল, এ রাজ্যেও প্রচুর শূন্যপদ
লোকো পাইলট

Follow Us

নয়াদিল্লি: অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট পদে সাড়ে পাঁচ হাজারেরও বেশি জনকে নিয়োগ করবে ভারতীয় রেল। রেলের বিভিন্ন জোনের জন্য এই নিয়োগ করা হবে। কোন জোনে কত শূন্যপদ রয়েছে, তার মধ্যে কত পদ কোন খাতে সংরক্ষিত তার বিস্তারিত বিবরণ প্রকাশিত হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। লিখিত পরীক্ষার মাধ্যমে এই নিয়োগ করবে রেল। দুটি ধাপে হবে লিখিত পরীক্ষা। এর পর হবে ডকুমেন্ট ভেরিফিরকেশন। তার পর মেডিক্যাল পরীক্ষা। সুস্থতার পরীক্ষাও দিতে হবে। একটি নির্দিষ্ট মাত্রার দৃষ্টিতে কোনও সমস্যা না থাকলে তবেই আবেদন করা যাবে এই সব পদের জন্য।

রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব মিলিয়ে মোট ৫ হাজার ৬৯৬ জনকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট হিসাবে নিয়োগ করা হবে। এর মধ্যে পূর্ব রেলের কলকাতা ডিভিশনে নেওয়া হবে ২৫৪ জনকে এবং মালদা ডিভিশনে নেওয়া হবে ১৬১ জনকে। দক্ষিণ-পূর্ব রেলের কলকাতা ডিভিশনে নেওয়া হবে ৯১ জনকে।

রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করা যাবে। আবেদনের জন্য সাধারণ ক্যাটেগরির পরীক্ষার্থীদের ৫০০টা ফি জমা দিতে হবে। এসসি, এসটি, মহিলা, তৃতীয় লিঙ্গের জন্য আবেদন ফি ২৫০ টাকা।

এই লিঙ্কে ক্লিক করে দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তি

এই লিঙ্কে ক্লিক করে করুন অনলাইনে আবেদন

Next Article