MA Course: বিদেশে কাজের সুবিধা দিতে IGNOU-তে চালু হল বিশেষ কোর্স

Sukla Bhattacharjee |

Jan 21, 2024 | 7:32 AM

IGNOU সূত্রে খবর, লাতিন আমেরিকায় ভারতীয়দের প্রতি আগ্রহ ক্রমশ বাড়ছে। তাই ভারতীয় পেশাদারদের কথা বিবেচনা করে ওপেন অ্যান্ড ডিসটেন্স লার্নিং (ODL) এর মাধ্যমেও MASL প্রোগ্রাম চালু করা হয়েছে। এটা স্প্যানিশ ভাষায় পেশাদারদের জন্য বিশেষ সুযোগ দেবে।

MA Course: বিদেশে কাজের সুবিধা দিতে IGNOU-তে চালু হল বিশেষ কোর্স
ইন্দিরা গান্ধী মুক্ত বিশ্ববিদ্যালয়।

Follow Us

নয়া দিল্লি: ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি (IGNOU) স্প্যানিশ ভাষায় মাস্টার অফ আর্টস (MASL) কোর্স চালু করেছে। চলতি শিক্ষাবর্ষ থেকেই কোর্সটি শুরু হবে। শিক্ষার্থীদের স্প্যানিশ সংস্কৃতি, সাহিত্য এবং ইতিহাস সম্পর্কে বিশেষ জ্ঞান দেওয়ার জন্য এই কোর্সটি করা হয়েছে। এব্যাপারে ইতিমধ্যে IGNOU তার অফিসিয়াল ওয়েবসাইটে সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

কারা ভর্তি হতে পারে?

এমএ স্প্যানিশ কোর্সে ভর্তির জন্য শিক্ষার্থীদের যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্প্যানিশ ভাষায় স্নাতক ডিগ্রি থাকতে হবে। বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে স্প্যানিশ ভাষায় স্নাতক শিক্ষার্থীরাও এই কোর্সে ভর্তি হতে পারেন।

কীভাবে ভর্তির আবেদন করতে হয়?

১) IGNOU-র অফিসিয়াল ওয়েবসাইট ignouadmission.samarth.edu.in-এ যান।
২) বিজ্ঞপ্তিটি মনোযোগ সহকারে পড়ুন এবং আবেদনপত্র ডাউনলোড করে সেটি পূরণ করুন।
৩) আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিন এবং সেটি আপলোড করুন।

IGNOU সূত্রে খবর, লাতিন আমেরিকায় ভারতীয়দের প্রতি আগ্রহ ক্রমশ বাড়ছে। তাই ভারতীয় পেশাদারদের কথা বিবেচনা করে ওপেন অ্যান্ড ডিসটেন্স লার্নিং (ODL) এর মাধ্যমেও MASL প্রোগ্রাম চালু করা হয়েছে। এটা স্প্যানিশ ভাষায় পেশাদারদের জন্য বিশেষ সুযোগ দেবে।

আরও বিশদ বিবরণের জন্য শিক্ষার্থীরা IGNOU-র অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে পারেন।

Next Article