নয়াদিল্লি: সাব ইনস্পেক্টর পদে নিয়োগ করবে সশস্ত্র সীমা বল বা এসএসবি। এসএসবি এসআই পদে ১১১ জনকে নিয়োগ করা হবে। এসআই পদের সব নিয়োগ হলেও এরও বিভাগ রয়েছে। কোন বিভাগে কত জনকে নেওয়া হবে, তা বিস্তারিত দেওয়া হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তিতে। এবং এর জন্য কী শিক্ষাগত যোগ্যতা লাগবে তাও উল্লেখিত হয়েছে। দেহের মাপঝোপ কী হবে, তাও নির্ধারিত রয়েছে।
এসএসবি জানিয়েছে, সাব ইনস্পেকটর পদে আবেদনের জন্য পুরুষদের উচ্চতা হতে হবে ১৭০ সেমি, চেস্ট হতে হবে ৮০-৮৫ সেমি। মহিলাদের ক্ষেত্রে উচ্চতা ১৫৭ সেমি হলেই আবেদন করা যাবে। তবে নক নি (Knock knee), ফ্ল্যাট ফুট (Flat Foot), বর্ণান্ধরা (Color Blind) আবেদন করতে পারবেন না। এর পাশাপাশি শারীরিক কোনও সমস্যা এবং রোগ থাকলে আবেদন বাতিল হয়ে যাবে।
সাব ইনস্পেক্টর (পাওনিয়ার) পদে আবেদনের জন্য সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক বা ডিপ্লোমা পাশ করতে হবে। সাব ইনস্পেক্টর (ড্রাউটসম্যান) পদে আবেদনের জন্য মাধ্যমিক পাশ করলেই হবে। সাব ইনস্পেক্টর (কমিউনিকেশন) পদের জন্য ইলেক্ট্রনিক্স কমিউনিকেশন বা কম্পিউটার সায়েন্স বা ইনফরমেশন টেকনোলজিতে বিটেক পাশ করতে হবে। সাব ইনস্পেক্টর (স্টাফ নার্স) পদে আবেদনের জন্য বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলেই হবে। সব পদের জন্যই ৩০ বছর পর্যন্ত আবেদন করা যাবে।
সশস্ত্র সীমা বলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। অফলাইনে কোনও নথি পাঠানোর দরকার নেই। লিখিত পরীক্ষা, শারীরিক পরীক্ষা এবং ইন্টারভিউ পাশ করলে তবেই নিয়োগপত্র পাওয়া যাবে। এই লিঙ্কে ক্লিক করে দেখুন এই নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি।