নয়া দিল্লি: চাকরি প্রার্থীদের জন্য দারুণ খবর। কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড, যা ভেল নামেই পরিচিত। সরকারি এই সংস্থায় একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ভেলের ওয়েবসাইট www.bhel.com- এ গিয়ে আবেদন করতে পারেন। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আবেদন পাঠানোর শেষ তারিখ ১৫ নভেম্বর।
ভারত হেভি ইলেকট্রিকালস লিমিটেড বা ভেলের তরফে জানানো হয়েছে, মোট ৭৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ট্রেনি হিসাবে এই শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে।
সিভিল- মোট ৩০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মেকানিকাল- মোট ৩০টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
মানবসম্পদ- মোট ১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।