নয়া দিল্লি: জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্ট গ্র্যাজুয়েট মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ (JIPMER) গ্রুপ A, B এবং C পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এবং চলবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত। প্রার্থীরা JIPMER-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারেন।
শূন্যপদের বিবরণ
মোট শূন্যপদের সংখ্যা ৯৭টি। এর মধ্যে গ্রুপ A-এর জন্য ৩১টি পদ, গ্রুপ বি ৬১টি পদ
গ্রুপ সি ৫টি পদ রয়েছে।
বয়সসীমা
প্রার্থীদের বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় কিছুটা ছাড় দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা
স্পেশালিস্ট পদে আবেদনের জন্য একজনের ABBS এবং MD, DM, MS ডিগ্রি থাকতে হবে। জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের জন্য মেডিকেল ডিগ্রি চাওয়া হয়েছে। যেখানে এম.ফিল ডিগ্রিধারীরা চাইল্ড সাইকোলজির জন্য আবেদন করতে পারেন। নার্সিং অফিসার পদে আবেদনের জন্য ভারতীয় নার্সিং কাউন্সিল থেকে B.Sc Honor Nursing, B.Sc Nursing ডিগ্রি থাকতে হবে।
এক্স-রে টেকনিশিয়ান পদে আবেদনের জন্য রেডিওগ্রাফি বা সংশ্লিষ্ট কোর্সে বিএসসি জ্ঞান থাকতে হবে, জুনিয়র অকুপেশনাল পদে আবেদন করতে হলে পেশাগত ডিগ্রি থাকতে হবে। জুনিয়র ফিজিওথেরাপিস্ট পদে আবেদনের জন্য কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফিজিওথেরাপিস্ট ডিগ্রি থাকতে হবে। নির্বাচিত হওয়ার পর প্রার্থীদের ১৯,০০০ টাকা থেকে ৬৭,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।
আবেদন ফি
সাধারণ বিভাগ, ওবিসি, ইডব্লিউএস বিভাগ থেকে আসা প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১৫০০ টাকা দিতে হবে। এছাড়া SC ST শ্রেণীর প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১২০০ টাকা দিতে হবে।
পরীক্ষার দিন
আগামী ২ ডিসেম্বর, ২০২৩ তারিখে পরীক্ষা নেওয়া হবে। অ্যাডমিট কার্ড প্রকাশিত হবে আগামী ২৪ নভেম্বর, ২০২৩।
কীভাবে আবেদন করবেন?
১) প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট jipmer.edu.in-এ যান।
২) আবেদনপত্র পূরণ করুন।
৩) স্বাক্ষর, ছবি, আইডি প্রুফ সম্পর্কিত সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র সাবধানে আপলোড করুন।
৪) এবার আবেদন ফি অনলাইনে জমা দিন।
৫) আবেদনপত্র জমা হলে সেটির একটি প্রিন্ট আউট নিন।