AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SBI Recruitment 2025: অফিসার পদে নিয়োগ করছে SBI! কবে, কীভাবে নিয়োগ? জানুন সবটা

SBI Recruitment 2025: এবারের নিয়োগ প্রক্রিয়ায় মোট ৫৪১টি শূন্যপদ পূরণ করা হবে। নির্বাচন হবে প্রিলিমস, মেইনস এবং ইন্টারভিউ এই তিন ধাপের মাধ্যমে। কবের মধ্যে করতে হবে আবেদন? টাকা জমা দেওয়ার শেষ তারিখ কবে? জানুন সবটা বিস্তারিত।

SBI Recruitment 2025: অফিসার পদে নিয়োগ করছে SBI! কবে, কীভাবে নিয়োগ? জানুন সবটা
| Edited By: | Updated on: Jul 07, 2025 | 4:55 PM
Share

সরকারি ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন দেখেন? স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া দিচ্ছে সেই সুযোগ। শুরু হয়ে গিয়েছে SBI-এর প্রোবেশনারি অফিসার (Probationary Officer বা PO) পদে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া। আগ্রহী প্রার্থীরা SBI-র অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। জানা গিয়েছে এবারের নিয়োগ প্রক্রিয়ায় মোট ৫৪১টি শূন্যপদ পূরণ করা হবে। নির্বাচন হবে প্রিলিমস, মেইনস এবং ইন্টারভিউ এই তিন ধাপের মাধ্যমে। কবের মধ্যে করতে হবে আবেদন? টাকা জমা দেওয়ার শেষ তারিখ কবে? জানুন সবটা বিস্তারিত।

১। অনলাইন রেজিস্ট্রেশন, আবেদনপত্র সম্পাদনা বা সংশোধন করতে পারবেন ২৪ জুন থেকে ১৪ জুলাই ২০২৫ মধ্যে।

২। আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৪ জুন থেকে ১৪ জুলাই ২০২৫

৩। প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন জুলাইয়ের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে।

৪। অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে জুলাই-অগস্ট ২০২৫।

৫। প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল ঘোষণা অগস্ট-সেপ্টেম্বর ২০২৫।

৬। মেইনস পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অগস্ট-সেপ্টেম্বর ২০২৫।

৭। অনলাইন মেইনস পরীক্ষা হবে সেপ্টেম্বর ২০২৫।

৮। মেইনস পরীক্ষার ফলাফল ঘোষণা হবে সেপ্টেম্বর-অক্টোবর ২০২৫।

৯। পর্ব-৩ এর জন্য কল লেটার ডাউনলোড করতে পারবেন অক্টোবর-নভেম্বর ২০২৫।

১০। মনস্তাত্ত্বিক (Psychometric) পরীক্ষা হবে অক্টোবর-নভেম্বর ২০২৫।

১১। ইন্টারভিউ ও গ্রুপ এক্সারসাইজ হতে পারে অক্টোবর-নভেম্বর ২০২৫।

১২। চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে নভেম্বর-ডিসেম্বর ২০২৫।

১৩। SC/ST/OBC/PwBD প্রার্থীদের জন্য প্রাক-পরীক্ষা

১৪। প্রশিক্ষণের অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন জুলাই-অগস্ট ২০২৫।

১৫। প্রশিক্ষণের সময় জুলাই-অগস্ট ২০২৫।

যোগ্যতা:

যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে। বা তার সমতুল্য ডিগ্রিও গ্রহণযোগ্য।

বয়সসীমা:

১ এপ্রিল ২০২৫ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ২১ বছর ও সর্বাধিক ৩০ বছর অবধি সকলে এই পরীক্ষায় বসতে পারবেন। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকবে।

নির্বাচন প্রক্রিয়া:

নির্বাচন হবে তিনটি ধাপে—

প্রিলিমিনারি পরীক্ষা, মেইনস পরীক্ষা। ইন্টারভিউ ও গ্রুপ ডিসকাশন / সাইকোমেট্রিক টেস্ট।

প্রিলিমসে উত্তীর্ণ প্রার্থীরা মেইনসের জন্য ডাক পাবেন, এবং মেইনস উত্তীর্ণ হলে ইন্টারভিউ ও অন্যান্য ধাপে অংশ নিতে পারবেন।

কীভাবে আবেদন করবেন?

SBI-র অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in গিয়ে Registration Link-এ ক্লিক করতে হবে। ব্যক্তিগত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর আবেদনপত্র পূরণ করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করে, ফি জমা দিয়ে ফর্ম সাবমিট করতে হবে। ফর্মের একটি প্রিন্ট কপি করে রেখে দিন।

আবেদন ফি: Unreserved / EWS / OBC পরীক্ষার্থীদের জন্য ৭৫০টাকা।

SC / ST / PwBD এঁদের জন্য কোনও ফি নেই। আরও বিশদে কিছু জানতে চাইলে অফিসিয়াল সাইটে চোখ রাখুন।