রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য আরও একটা সুখবর। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (Chittaranjan National Cancer Institute)-র তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চিকিৎসাক্ষেত্রে যাঁদের পড়াশোনা তাঁদের জন্য বড় সুযোগ রাজ্যেই। চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের রাজারহাট ক্যাম্পাসে সিনিয়র রেসিডেন্ট নিয়োগ করা হবে। এই নিয়োগের বিষয়ে বিস্তারিত জেনে নিন।
নিয়োগকারী সংস্থার নাম:
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট (CNCI)
পদের নাম:
সিনিয়র রেসিডেন্ট (Senior Resident) পদে করা হবে নিয়োগ।
শূন্যপদের সংখ্যা:
৩ টি পদের জন্য নিয়োগ করা হচ্ছে।
শিক্ষাগত যোগ্যতা:
বিজ্ঞপ্তি অনুযায়ী যেসব প্রার্থী স্নাতকোত্তর করেছেন তাঁরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন।
বয়সসীমা:
চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট কর্তৃক বিজ্ঞপ্তি অনুসারে আবেদনকারীর বয়স হতে হবে ৩৭ বছরের মধ্যে। তবে কেন্দ্রীয় সংরক্ষণের নিয়ম অনুযায়ী, সংরক্ষিত প্রার্থীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন। অনগ্রসর প্রার্থীরা (OBC Candidate) পাবেন ৩ বছরের ছাড় ও তফসিলি জনজাতি ও তফসিলি উপজাতিরা ৫ বছরের ছাড় পাবেন।
আবেদনমূল্য:
প্রত্যেক প্রার্থীকেই আবেদনমূল্য বাবদ ২০০ টাকা করে জমা দিতে হবে। ডিম্যান্ড ড্রাফ্ট বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে টাকা জমা করতে হবে।
নির্বাচন পদ্ধতি :
ওয়াক-ইন ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
কীভাবে করবেন আবেদন?
আগে থেকে কোনও আবেদন করতে হবে না প্রার্থীদের। আগ্রহী প্রার্থীরা সরাসরি ওয়াক-ইন ইন্টারভিউয়ে উপস্থিত থাকতে পারেন।
ওয়াক-ইন ইন্টারভিউয়ের ঠিকানা:
2nd Campus of Chittaranjan National Cancer Institute, Street No. 299, Plot No. DJ-01, Premises No 02-0321, Action Area-1D, New Town, Rajarhat, Kolkata – 700160
ওয়াক-ইন ইন্টারভিউয়ের দিন:
১ নভেম্বর হবে ইন্টারভিউ। আগ্রহী প্রার্থীদের সিভি সহ প্রয়োজনীয় নথিপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।
নিয়োগ সংক্রান্ত বিস্তারিত জানতে ক্লিক করুন