নয়া দিল্লি: আপনি কি খেলাধুলো নিয়ে আগ্রহী? অলিম্পিক বা কোনও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন? তবে আপনার জন্য রয়েছে কর্মসংস্থানের দারুণ সুযোগ। স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়ার তরফে প্রকাশিত করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। যারা ক্রীড়ার সঙ্গে যুক্ত, তাদের কোচ বা প্রশিক্ষক পদে নিয়োগ করা যাবে। প্রাথমিকভাবে তিন বছরের জন্য এই শূন্যপদগুলিতে নিয়োগ করা হবে।
স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়ায় মোট ৪টি শূন্য়পদ রয়েছে।
আবেদন পাঠানোর শেষ তারিখ– ইতিমধ্যেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২৩ অক্টোবর বিকেল ৫টা অবধি আবেদন পাঠানো যাবে।
স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়ায় কোচ পদে আবেদনকারীদের স্পোর্টস অথারিটি অব ইন্ডিয়া বা দেশের বা আন্তর্জাতিক কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা বা সমতূল্য কোনও ডিগ্রি থাকতে হবে।
এছাড়া অলিম্পিক বা আন্তর্জাতিক কোনও প্রতিযোগিতায় অংশ নিতে হবে আবেদনকারীদের, কিংবা দ্রোণাচর্য পুরস্কারপ্রাপ্ত হতে হবে।
কোচ পদে যাদের নিয়োগ করা হবে, তাদের বেতন ৩৫ হাজার ৪০০ টাকা থেকে শুরু করে ১ লক্ষ ৪২ হাজার ৪০০ টাকা অবধি হতে পারে অভিজ্ঞতা ও পে লেভেলের উপর ভিত্তি করে।
ইন্টারভিউয়ের মাধ্যমে এই শূন্যপদে নিয়োগ করা হবে।