Railway Recruitment: রেলে ১৩৪৩ জনকে নিয়োগ করা হবে, কীভাবে আবেদন করবেন জেনে নিন…

TV9 Bangla Digital | Edited By: অরিজিৎ দে

Oct 08, 2022 | 9:00 AM

আগ্রহী চাকরিপ্রার্থীরা sr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। ৩১ অক্টোবর অবধি আবেদন করা যাবে।

Railway Recruitment: রেলে ১৩৪৩ জনকে নিয়োগ করা হবে, কীভাবে আবেদন করবেন জেনে নিন...
ফাইল ছবি

Follow Us

Southern Railway Recruitment 2022: সুখবর ঘোষণা করল দক্ষিণ রেলওয়েন। দক্ষিণ রেলওয়ের বিভিন্ন ওয়ার্কশপ, ইউনিট এবং ডিভিশনের বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ করা হবে। দক্ষিণ রেলওয়ের ভৌগলিক অবস্থানে বসবাসকারী যে কোনও প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন।

আগ্রহী চাকরিপ্রার্থীরা sr.indianrailways.gov.in ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। ৩১ অক্টোবর অবধি আবেদন করা যাবে। সব মিলিয়ে ১ হাজার ৩৪৩ জনকে নিয়োগ করা হবে। বলেই জানা গিয়েছে। এরমধ্যে ১১০টি পদ ফ্রেশারদের জন্য প্রাক্তন আইটিআইদের জন্য ১ হাজার ২৩৩টি পদ রয়েছে। তবে এই পদ কোনও চাকরি নয়। আগামী দিনে রেলের অ্যাপ্রেন্টিস চাকরি পেতে সাহায্য করবে।

বয়স: সাধারণ চাকরিপ্রার্থীদের বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিতদের নিয়ম অনুযায়ী বয়সে ছাড় মিলবে।

প্রার্থী বাছাই পদ্ধতি: বিজ্ঞপ্তি অনুযায়ী যোগ্যপ্রার্থীদের মেধার ভিত্তিতে বাছাই করা হবে। যদি কোনও প্রার্থীর প্রাপ্ত নম্বর একই হয় তবে যাঁর বয়স বেশি সে সুযোগ পাবে।

গুরুত্ব পয়েন্ট: ট্রেনিং শুরু হওয়ার পর কোনও প্রার্থী ট্রেনিং থেকে বাইরে বেরিয়ে যেতে পারবেন না, যদি না তাদের কাছে পর্যাপ্ত কোনও কারণ থাকে। ট্রেনিংয়ে যোগ দেওয়ার আগে প্রার্থীদের চুক্তিতে সই করতে হবে।

Next Article