দিন কয়েক আগেই রাজ্য সরকারের তরফে পৌরসভায় কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। এবার নতুন করে আবারও রাজ্যের দুই পৌরসভায় মাধ্যমিক পাশে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হল সরকারের তরফে। যদিও নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এই পদগুলিতে আবেদনের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন এবং আবেদন করার পদ্ধতি একই, কিন্তু শূন্যপদের সংখ্যা এবং আবেদন করার স্থান আলাদা আলাদা। নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী এবার রাজ্য সরকারের তরফে সিউড়ি এবং বরাহনগর পৌরসভায় কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: হেলথ ওয়ার্কার (HHW)
শূন্যপদ: সিউড়ি পৌরসভায় মোট শূন্যপদ ৫টি, এবং বরাহনগর পৌরসভায় মোট শূন্যপদ ৩০টি।
শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন
এই পদে আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়াও এই পদে একমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তবে যারা আবেদন করবেন তাদের হয় বিবাহিত, ডিভোর্সি বা বিধবা হতে হবে। কোনও অবিবাহিত প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন না।
এই পদে আবেদনকারী প্রার্থীর বয়স ০১/০১২/০২১ তারিখের মধ্যে ৩০ থেকে ৪০ বছর হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছর।
এই পদে নির্বাচিত প্রার্থীর বেতন প্রতি মাসে ৪,৫০০ টাকা।
আবেদন, নিয়োগ পদ্ধতি এবং নিয়োগের স্থান
এই পদের জন্য প্রার্থীদের অফলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সঙ্গে প্রার্থীকে বয়সের প্রমাণপত্র, মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট, সংরক্ষিত প্রার্থীদের জাতি প্রমাণপত্র, সেল্ফ অ্যাটেস্টেড ম্যারেজ সার্টিফিকেট/ভোটাক কার্ড/রেশন কার্ড/ আধার কার্ড এবং বিধবা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর মৃত্যুর সার্টিফকেট জমা দিতে হবে।
প্রার্থী নির্বাচিত করা হবে মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউর মাধ্যমে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি ১টি শূন্য পদের জন্য ১০জন করে প্রার্থীকে ডাকা হবে ইন্টারভিউয়ের জন্য। প্রার্থী নির্বাচিত করা হবে মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের উপর ৯০ শতাংশ (Weightage) এবং ইন্টারভিউতে ১০ শতাংশ(Weightage) এর উপর নির্ভর করে।
নিয়োগের এবং আবেদনের স্থান,আবেদনের শেষ তারিখ
প্রার্থী নিয়োগ করা হবে সিউড়ি পৌরসভা এবং বরাহনগর পৌরসভায়। ফলত আবেদনকারীদের সংশ্লিষ্ট পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে। প্রথমে নির্বাচিত প্রার্থীকে এক বছরের চুক্তি ভিত্তক নিয়োগ করা হবে, পরে প্রার্থী কাজের উপর নির্ভর করে বাড়ানো হতে পারে চুক্তির সময়সীমা।
আবেদনকারীকে সঠিকভাবে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় সমস্ত নথী সংযুক্ত করে সংশ্লিষ্ট পৌরসভার নির্দিষ্ট ড্রপবক্সে জমা দিতে হবে। তবে আবেদন ডাকযোগে পাঠালে তা গৃহীত হবে না। আবেদন করার শেষ তারিখ আগামী ২৬ অক্টোবর ২০২১ বিকেল ৫টা। আরও পড়ুন: Amazon Great Indian Festival Sale 2021: শুরু হতে চলেছে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল; জানাল অ্যামাজন!