Mid Day Meal Worker: মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য, বেতন ১১ হাজার টাকা

TV9 Bangla Digital | Edited By: সোমনাথ মিত্র

Jul 19, 2022 | 12:34 PM

Recruitment 2022: সরকারের মিড মিল প্রকল্পে ডাটা এন্টি অপারেটর পদে নিয়োগ করার হবে। জলপাইগুড়ি জেলায় হবে কর্মী নিয়োগ।

Mid Day Meal Worker: মিড ডে মিল প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য, বেতন ১১ হাজার টাকা
ছবি- প্রতীকী চিত্র

Follow Us

বেকারের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে। উপযুক্ত কর্মসংস্থানের অভাবে পড়াশুনো শিখেও প্রচুর মানুষ সম্মাজনক চাকরির সুযোগ পাচ্ছেন। এবার চাকরি প্রার্থীদের জন্য বড় সুযোগ নিয়ে এল রাজ্য সরকার। সরকারের মিড মিল প্রকল্পে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করার হবে। জলপাইগুড়ি জেলায় হবে কর্মী নিয়োগ। এই মর্মে নিয়োগের বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে ১টি শূন্যপদ রয়েছে। এই পদে আবেদনের শিক্ষাগত যোগ্যতা সহ বিস্তারিত তথ্য এক নজরে দেখে নিন।

শিক্ষাগত যোগ্যতা: যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ হলে এই পদে আবেদন করা যাবে। সঙ্গে কম্পিউটারে ১ বছরের ডিপ্লোমা কোর্স থাকা বাধ্যতামূলক।

বয়স: আবেদনকারীদের বয়স ১ জানুয়ারি ২০২২ এর মধ্যে ১৮ থেততে ৩৭ বছরের মধ্যে হতে হবে।

বেতন- প্রতিমাসে ১১ হাজার টাকা বেতন পাওয়া যাবে।

আবেদন পদ্ধতি: কেবলমাত্র অফলাইনে আবেদন করা যাবে। আবেদনপত্র পূরণ করে যাবতীয় নথিপত্র দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: The Block Development Officer, Kranti Development Block, Uttar Saripakuri, Jalpaiguri- 735318

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

Next Article