AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Spoken English Training: সরকারি স্কুল শিক্ষকদের স্পোকেন ইংলিশের প্রশিক্ষণ দেওয়া হবে এই রাজ্যে

UP Teacher: সাত হাজার সরকারি স্কুলের প্রায় সাড়ে ৮ হাজার শিক্ষককে স্পোকেন ইংলিশের প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের বিষয়টি নজরদারি করার জন্য প্রত্যেক জেলার শিক্ষা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ জুন থেকে এই প্রশিক্ষণ শুরু হবে বলে জানা গিয়েছে।

Spoken English Training: সরকারি স্কুল শিক্ষকদের স্পোকেন ইংলিশের প্রশিক্ষণ দেওয়া হবে এই রাজ্যে
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 7:45 AM
Share

লখনউ: স্কুলের শিক্ষকদের দেওয়া হবে স্পোকেন ইংলিশের প্রশিক্ষণ। উত্তর প্রদেশের সরকারি স্কুল এবং মাধ্যমিক স্তরের সরকারি সাহায্য প্রাপ্ত স্কুলগুলির ইংরেজি ভাষার শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার কথা জানিয়েছে সে রাজ্যের শিক্ষা দফতর। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ট্রেনিং ইনস্টিটিউট (ইএলটিআই) এই প্রশিক্ষণের পাঠক্রম তৈরি করেছে। উত্তর প্রদেশের শিক্ষা দফতরের দীক্ষা পোর্টালের মাধ্যমে এই প্রশিক্ষণ নিতে হবে স্কুল শিক্ষকদের। জানা গিয়েছে, সাত হাজার সরকারি স্কুলের প্রায় সাড়ে ৮ হাজার শিক্ষককে স্পোকেন ইংলিশের প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণের বিষয়টি নজরদারি করার জন্য প্রত্যেক জেলার শিক্ষা আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ১৫ জুন থেকে এই প্রশিক্ষণ শুরু হবে বলে জানা গিয়েছে।

যে সংস্থা শিক্ষকদের প্রশিক্ষণ দেবে তার প্রিন্সিপাল বলেছেন, “প্রশিক্ষণের প্রতিটি মডিউল হবে ১০ মিনিটের। সব শেষে একটি পরীক্ষাও নেওয়া হবে। তাতে পাশ করলে তবেই শংসাপত্র পাবেন শিক্ষকরা।” এই প্রশিক্ষণে ইংরেজিতে কথা বলার অভ্যাস করানোর পাশাপাশি ব্যাকরণ, বহুল ব্যবহৃত শব্দ, সাধারণ ভুলের বিষয়গুলিও শেখানো হবে। ব্রিটিশ উচ্চারণ বিধির ভিত্তিতে ইংরেজি শেখানো হবে ওই কোর্সে।

এই প্রশিক্ষণের জন্য শিক্ষা দফতর থেকে চিঠি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জেলার শিক্ষা আধিকারিকদের কাছে। তাঁরা প্রত্যেক স্কুল কর্তৃপক্ষকে ইংরেজি শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে অবহিত করবেন। তালিকা তৈরি করে ধাপে ধাপে এই প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছে উত্তর প্রদেশের শিক্ষা দফতর।