নয়া দিল্লি: সরকারি চাকরি করা আপনার স্বপ্ন? তবে আপনার জন্য রয়েছে সুখবর। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (Union Public Service Commission) তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ইউপিএসসি-র প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডেপুটি আর্কিটেক্ট, সিনিয়র অফিসার, লিগাল অফিসার সহ একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in বা upsconline.nic.in – এ গিয়ে আবেদন জানাতে পারবেন।
ইউপিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মোট ৭১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ২৭ জুলাই।
লিগাল অফিসার- মোট ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
সায়েন্টিফিক অফিসার- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ডেপুটি আর্কিটেক্ট- মোট ৫৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
সায়েন্টিস্ট বি- মোট ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
জুনিয়র সায়েন্টিফিক অফিসার- মোট ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
অ্যাসিস্টেন্ট ডিরেক্টর অব মাইনস সেফটি- ২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ডিরেক্টর জেনারেল- ১টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার- ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে। মোট ১০০ নম্বরের ইন্টারভিউ হবে। ইন্টারভিউয়ে উত্তীর্ণ হওয়ার জন্য ন্যূনতম ৫০ নম্বর পেতে হবে। তবে ওবিসিদের পাস মার্কস ৪৫ নম্বর এবং জনজাতি, উপজাতি ও বিশেষভাবে সক্ষমদের ক্ষেত্রে পাস মার্কস ৪০ ধার্য করা হয়েছে।
প্রথমেই ইউপিএসসি-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
এবার হোমপেজে ডেপুটি আর্কিটেক্ট রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করতে হবে।
এবার নিউ লগ ইন অপশনে ক্লিক করুন।
এরপরে যথাযথ তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে।
এবার আবেদন ফি জমা দিয়ে সাবমিট অপশনে ক্লিক করলেই আবেদন পাঠানো হয়ে যাবে।