নয়া দিল্লি: ফের একাধিক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিল ভারতীয় রেল (Indian Rail)। এবার শিক্ষানবিশ পদে ৩ হাজারেরও বেশি কর্মী নিয়োগ করবে রেল। মূলত, রেলওয়ের পশ্চিম জোনে (Western Railway) নিয়োগ করা হবে। দশম পাশ করলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন। ইতিমধ্যে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট rrc-wr.com-এর মাধ্যমে আবেদন করতে পারবেন।
গুরুত্বপূর্ণ তারিখ
পশ্চিম রেলওয়েতে দশম পাশে ৩৬০০টি পদে শিক্ষানবিশ নিয়োগ করা হবে। এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া ২৭ জুন, ২০২৩ থেকে শুরু হয়েছে। আবেদনের শেষ তারিখ ২৬ জুলাই, ২০২৩।
কারা আবেদন করতে পারবেন?
ভারতীয় রেলওয়েতে শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য প্রার্থীদের দশম পাশের যোগ্যতা চাওয়া হয়েছে। প্রার্থীদের অবশ্যই দশম পরীক্ষায় ৫০ শতাংশ নম্বর পেতে হবে। এই শূন্যপদে প্রযুক্তিগত পদে আবেদন করার জন্য আইটিআই ডিগ্রি থাকা আবশ্যক।
বয়স
শিক্ষানবিশ পদে নিয়োগের জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স ১৫ বছর হতে হবে। অন্যদিকে, সর্বোচ্চ বয়স ২৪ বছরের বেশি হওয়া উচিত নয়। তবে যাঁরা সংরক্ষণের আওতায় আসবেন তাঁদের সর্বোচ্চ বয়সসীমা ছাড় দেওয়া হবে। যেমন, OBC ক্যাটাগরির জন্য ৩ বছর, SC এবং ST-এর জন্য ৫ বছর এবং PwD-এর জন্য ১০ বছর ছাড় দেওয়া হবে।
পশ্চিম রেলওয়ের শিক্ষানবিশ পদে কীভাবে আবেদন করবেন?
১) প্রথমে রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট rrc-wr.com-এ যেতে হবে।
২) ওয়েবসাইটের হোম পেজে শিক্ষানবিশদের এনগেজমেন্টের লিঙ্কে ক্লিক করুন।
৩) পরবর্তী পৃষ্ঠায় অনলাইন আবেদনের লিঙ্কে ক্লিক করুন।
৪) বিস্তারিত বিবরণ সহ আবেদনপত্রটি পূরণ করুন।
৫) আবেদনপত্র পূরণের পর অনলাইনে ফি পেমেন্ট করুন।
৬) আবেদনপত্রটি সাবমিট করার পর একটি প্রিন্ট নিন।
আরও বিস্তারিত জানার জন্য রেলের অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখুন।