নয়া দিল্লি: সরকারি চাকরির দারুণ সুযোগ। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ইউপিএসসি-র তরফে প্রকাশ করা হল কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ইউপিএসসি-র তরফে জানানো হয়েছে, জুনিয়র ট্রান্সলেশন অফিসার সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে। আগ্রহী আবেদনকারীরা সরাসরি ইউপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in – এ গিয়ে আবেদন করতে পারেন।
ইউপিএসসির তরফে জানানো হয়েছে, মোট ২৬১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
ইতিমধ্যেই এই শূন্যপদে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। এই শূন্যপদে আবেদনের শেষ তারিখ ১৩ জুলাই।
এয়ার ওর্দিনেস অফিসার- মোট ৮০টি শূন্যপদে নিয়োগ করা হবে।
এয়ার সেফটি অফিসার- মোট ৪৪টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
লাইভস্টক অফিসার- মোট ৬টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
জুনিয়র সায়েন্টেফিক অফিসার- মোট ৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
পাবলিক প্রসেকিউটর- মোট ২৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
জুনিয়র ট্রান্সলেশন অফিসার-৮৬টি শূন্য়পদে কর্মী নিয়োগ করা হবে।
অ্যাসিস্টেন্ট ইঞ্জিনিয়ার-৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
অ্যাসিস্টেন্ট সার্ভে অফিসার- মোট ৭টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
প্রিন্সিপাল অফিসার- ১টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
সিনিয়র লেকচারার- ৩টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
এই শূন্যপদে আবেদনের জন্য় ২৫ টাকা আবেদন ফি দিতে হবে। তবে জনজাতি, উপজাতি, বিশেষভাবে সক্ষম ও মহিলাদের কোনও আবেদন ফি দিতে হবে।